How many countries are currently members of QUAD? (August, 2025)
A
3
B
4
C
5
D
6
উত্তরের বিবরণ
QUAD বা Quadrilateral Security Dialogue হলো একটি কূটনৈতিক জোট, যা অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত। এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
-
প্রতিষ্ঠিত: ২০০৭
-
সদস্য দেশ (আগস্ট ২০২৫):
-
যুক্তরাষ্ট্র
-
অস্ট্রেলিয়া
-
ভারত
-
জাপান
-
-
কোয়াডের প্রাথমিক উদ্দেশ্য হলো উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
'হাইফা' সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
জর্ডান
B
লিবিয়া
C
ইসরায়েল
D
মিশর
হাইফা সমুদ্র বন্দর:
- হাইফা সমুদ্র বন্দর উত্তর-পশ্চিম ইসরায়েলে অবস্থিত।
- এটি ইসরায়েলের অন্যতম প্রধান গভীর-সমুদ্র বন্দর।
- বন্দরটি ১৯৩৩ সালে উদ্বোধন করা হয়।
- প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন টন পণ্যবাহী জাহাজ বন্দর দিয়ে যাতায়াত করে, যা ইসরায়েলের অন্য যেকোনো বন্দরের চেয়ে বেশি।
ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
- আয়তন: এর স্বীকৃত ভূমির আয়তন অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদ দিয়ে, প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল)।
- সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন।
- ভাষা: হিব্রু।
- ধর্ম: ইহুদি।
- মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)।
0
Updated: 2 months ago
সার্বিয়ার রাজধানী-
Created: 1 month ago
A
ব্রানিসেভা
B
বেলগ্রেড
C
মিত্রোভিকা
D
পিসিনজা
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি পৃথিবীর উত্তর ও পূর্ব উভয় গোলার্ধে অবস্থান করছে এবং ভূ-রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর হলো বেলগ্রেড, এবং সরকারি ভাষা হলো সার্বিয়ান, যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপ
-
গোলার্ধ: উত্তর ও পূর্ব
-
সীমান্তবর্তী দেশসমূহ: ৮টি দেশ দ্বারা বেষ্টিত
-
রাজধানী ও বৃহত্তম শহর: বেলগ্রেড
-
সরকারী ভাষা: সার্বিয়ান
-
জনসংখ্যার মাতৃভাষা: প্রায় ৮৮% মানুষ সার্বিয়ান ভাষাভাষী
0
Updated: 1 month ago
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা কয়টি?
Created: 2 months ago
A
১০ টি
B
১৫ টি
C
২০ টি
D
২৫ টি
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (আগস্ট, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (আগস্ট, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 2 months ago