Choose the correct alternative to complete the sentence. 'He _____ to see us if he had been able to.'
A
would come
B
would have come
C
may have come
D
may come
উত্তরের বিবরণ
• উল্লেখিত বাক্যের শূন্যস্থানে - would have come বসবে।
Complete sentence: 'He would have come to see us if he had been able to'.
• Third Conditional এর নিয়মানুযায়ী -
- If + subject + past perfect tense দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence টি তে subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verb টির past participle form হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He would have come to see us if he had been able to.

0
Updated: 2 months ago
Choose the correct answer. How long did you wait?
Created: 2 months ago
A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।

0
Updated: 2 months ago
Choose the correct sentence-
Created: 2 months ago
A
He had been hunged for murder
B
He has been hunged for murder
C
He was hanged for murder
D
He was hunged of murder
• সঠিক বাক্যটি হচ্ছে - He was hanged for murder.
• Hang (verb) - ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া।
- এই অর্থে এর past tense, past participle form hanged হবে।
- যেমন:
- He was hanged for murder - খুনের দায়ে ফাঁসি হয়েছে;
- He hanged himself - ফাঁস নিয়ে মরেছে।
• Hang (verb)- ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা:
- এই অর্থে এর past tense, past participle form হবে Hung.
- hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains.

0
Updated: 2 months ago
What will be the correct preposition to complete the sentence? ‘I am not bad-tennis’.
Created: 3 months ago
A
in
B
at
C
about
D
with
সঠিক উত্তর "at" (খ)। ইংরেজিতে "good at" বা "bad at" কোনো বিষয়ের দক্ষতা বা অদক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে "bad" একটি adjective, এবং এটি "at" preposition-এর সাথে ব্যবহৃত হয় যখন কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে দক্ষতা বা অদক্ষতা প্রকাশ করা হয়।
অন্য অপশনগুলি:
ক) "in": সাধারণত স্থানের জন্য ব্যবহৃত হয়, যেমন "good in tennis" নয়।
গ) "about": এটি বিষয় বা সম্পর্কে ব্যবহার হয়, তবে এখানে বিষয় নির্দিষ্ট (tennis)।
ঘ) "with": সাধারণত কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত হয়, তবে এখানে প্রাসঙ্গিক নয়।
তাহলে সঠিক উত্তর হল "at"।

0
Updated: 3 months ago