Where was the Anti-Ballistic Missile Treaty signed?
A
Paris
B
Geneva
C
Washington, D.C.
D
Moscow
উত্তরের বিবরণ
Anti-Ballistic Missile Treaty (ABM Treaty) হলো একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি, যা যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২
-
কার্যকরের তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২
-
স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া
-
বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ
-
চুক্তি বাতিল হয় ২০০২ সালে
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
Created: 2 weeks ago
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria

0
Updated: 2 weeks ago
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে?
Created: 1 day ago
A
আমেরিকা
B
অস্ট্রেলিয়া
C
নেপাল
D
নিউজিল্যান্ড
• মহিলারা প্রথম ভোটাধিকার প্রাপ্ত দেশ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

0
Updated: 1 day ago
’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা?
Created: 1 week ago
A
নেদারল্যান্ড
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা, যা বিভিন্ন দেশে দুর্নীতির মাত্রা পরিমাপ ও প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করতে কাজ করে।
-
এটি জার্মানি ভিত্তিক এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এর প্রতিষ্ঠাতা জন পিটার ইজেন।
-
সদরদপ্তর অবস্থিত বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
-
বাংলাদেশ প্রথম ২০০১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
উৎস:

0
Updated: 1 week ago