আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
A
বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে
B
অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
C
বৈদ্যুতিক বাল্ব থেকে বেশি আলো পাওয়ার জন্য
D
বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
উত্তরের বিবরণ
নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার ও ফিউজের ব্যবহার:
-
যান্ত্রিক ত্রুটির কারণে কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পেলে সেটি অতিরিক্ত গরম হয়ে আগুনের ঝুঁকি তৈরি করতে পারে।
-
বাড়ি, হাসপাতাল, স্কুল কিংবা শিল্প কারখানাসহ বিভিন্ন স্থানে এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
-
এমন দুর্ঘটনা রোধ করতে বিদ্যুৎ সরবরাহ লাইনে সার্কিট ব্রেকার বা ফিউজ ব্যবহার করা হয়।
-
সার্কিট ব্রেকার বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে নির্দিষ্ট নিরাপদ মাত্রার বেশি বিদ্যুৎ প্রবাহ ঘটলে তা স্বয়ংক্রিয়ভাবে সার্কিট বন্ধ করে দেয়।
-
অন্যদিকে, ফিউজ একটি সরল পদ্ধতি, যেখানে যন্ত্রে প্রবাহিত বিদ্যুতের আগে একটি পাতলা, কম গলনাংকের তার দেওয়া থাকে।
-
যদি বিদ্যুৎ প্রবাহ নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে ফিউজের ওই পাতলা তার গরম হয়ে পুড়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়ে যন্ত্রকে সুরক্ষা দেয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
Created: 3 months ago
A
গামা রশ্মি
B
বিটা রশ্মি
C
রঞ্জন রশ্মি
D
কসমিক রশ্মি
রঙিন টেলিভিশনের ক্ষতিকর রঞ্জন রশ্মি এবং এর যন্ত্রাংশের বিবরণ
রঙিন টেলিভিশন থেকে ক্ষুদ্রমাত্রায় ক্ষতিকর রঞ্জন রশ্মি নির্গত হয়। রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টিভির যন্ত্রপাতি মূলত সাদাকালো টেলিভিশনের মতোই, তবে এতে রং সংশ্লিষ্ট তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য অতিরিক্ত যন্ত্র ব্যবহার করা হয়।
রঙিন ক্যামেরার প্রতিটি রঙের জন্য — লাল, নীল ও সবুজ — আলাদা আলাদা ইলেকট্রন টিউব ব্যবহৃত হয়, যা বিভিন্ন রঙের ছবির সূক্ষ্ম বিবরণ ধারণ করে। একইভাবে, গ্রাহকের রঙিন টেলিভিশনে তিনটি ইলেকট্রন গান থাকে, প্রতিটি গান লাল, নীল ও সবুজ রঙের জন্য নির্দিষ্ট।
টেলিভিশনের পর্দায় তিন রকম ফসফরের ছোট ছোট দানা থাকে, যা আলাদা আলাদা রঙের ইলেকট্রন বীম দ্বারা আলোকিত হয়। যখন ইলেকট্রন গান থেকে নির্গত বীম ফসফরের উপর পড়ে, তখন একটি নির্দিষ্ট রঙের ফসফর কেবল সেই রঙের আলোকিত হয়। ফলে পর্দায় একই সময়ে লাল, নীল এবং সবুজ রঙের বিন্দু গড়ে উঠে এবং বিভিন্ন রঙের মিশ্রণে পূর্ণাঙ্গ রঙিন চিত্র তৈরি হয়।
যদিও টিভির পর্দা থেকে রঞ্জন রশ্মি নির্গত হয়, তবে এর পরিমাণ এতটাই কম যে তা সাধারণত কোনো সমস্যার কারণ হয় না এবং প্রায়ই উপেক্ষা করা হয়।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
Created: 3 months ago
A
নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
B
প্রোটন ও নিউট্রনের ওজন সমান
C
নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
D
ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রীয় অংশ, যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এখানেই পরমাণুর সব ধনাত্মক আধান এবং অধিকাংশ ভর সঞ্চিত থাকে।
অন্যদিকে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং তার চারপাশে ঘোরে। পরমাণু সাধারণত নিরপেক্ষ থাকে, কারণ এতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 3 months ago
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Created: 3 months ago
A
তরল পদার্থ
B
বায়বীয় পদার্থ
C
কঠিন পদার্থ
D
নরম পদার্থ
তাপ প্রয়োগ করলে সকল ধরনের পদার্থই প্রসারিত হয়। তবে কোন পদার্থ কতটা প্রসারিত হবে, তা নির্ভর করে তার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণের উপর। গ্যাসীয় পদার্থে এই আকর্ষণ সবচেয়ে কম,
তাই তাপের প্রভাবে গ্যাস পদার্থই সর্বাধিক প্রসারিত হয়। অন্যদিকে, কঠিন ও তরল পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক বেশি হওয়ায় এদের প্রসারণ তুলনামূলকভাবে কম হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 3 months ago