ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের ________ স্থান বলে।
A
সমতাপীয়
B
প্রতিপাদ
C
সমান্তরাল
D
সমমণ্ডলীয়
উত্তরের বিবরণ
প্রতিপাদ স্থান হলো পৃথিবীর কোনো স্থানের ঠিক বিপরীত দিকে অবস্থানকারী বিন্দু, যা ভূ-গোলের ধারনায় গুরুত্বপূর্ণ এবং মানচিত্রবিদ্যার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি কল্পিত রেখা বা পৃথিবীর কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত হয়।
-
পৃথিবীর কেন্দ্র ভেদ করে কোনো স্থান থেকে টানা কল্পিত রেখার উভয় বিন্দু একে অপরের প্রতিপাদ স্থান।
-
ভূপৃষ্ঠের কোনো স্থানের ঠিক বিপরীত অবস্থানকে সেই স্থানের প্রতিপাদ স্থান (Antipodes) বলা হয়।
-
প্রতিপাদ স্থান সম্পূর্ণরূপে বিপরীত দিকে অবস্থান করে।
-
কোনো বিন্দুর অক্ষাংশ যত ডিগ্রি হবে, তার প্রতিপাদ স্থানের অক্ষাংশও সমান হবে।
-
প্রতিপাদ স্থানগুলো নিরক্ষরেখার বিপরীত পাশে অবস্থান করে; অর্থাৎ, উত্তর অক্ষাংশের প্রতিপাদ স্থান হবে দক্ষিণ অক্ষাংশ, এবং পূর্ব দ্রাঘিমাংশের প্রতিপাদ স্থান হবে পশ্চিম দ্রাঘিমাংশ।
-
উদাহরণস্বরূপ, বাংলাদেশের ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
অতিরিক্ত তথ্য হিসেবে বলা যায়, প্রতিপাদ স্থান নির্ণয় করতে ভূগোলিক স্থানাঙ্ক (latitude ও longitude) ব্যবহার করা হয়। এছাড়া, বিশ্ব মানচিত্রের বিশেষ ক্ষেত্রে দুটি প্রতিপাদ স্থানের মধ্যে সরাসরি রুট বা দূরত্ব নির্ধারণ করা যায়, যা উপগ্রহ ও নেভিগেশন কাজে সহায়ক।

0
Updated: 20 hours ago