Who was the founder of British rule in the Indian subcontinent?
A
Robert Clive
B
William Bentinck
C
Warren Hastings
D
Lord Cornwallis
উত্তরের বিবরণ
রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ব্রিটিশ শাসনের ইতিহাসে তার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে তিনি মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি গ্রহণ করে, নিজস্ব কর্ম প্রচেষ্টার মাধ্যমে উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
-
১৭৬৫ খ্রিস্টাব্দে, রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তন করে।
-
রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তার অবদান অস্বীকারযোগ্য নয়।
-
উপমহাদেশের ইতিহাসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়।
-
তার কার্যক্রম তিনটি পর্যায়ে বিভক্ত:
১. প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
২. দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন।
৩. তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
Created: 1 month ago
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
0
Updated: 1 month ago
নিচের কোনটি সুশীল সমাজের কাজ নয়?
Created: 2 months ago
A
নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা
B
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা
C
সরকারের গঠনমূলক সমালোচনা করা
D
সরকারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণে সচেষ্ট
সুশীল সমাজ:
- সুশীল সমাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অংশ।
- বর্তমানে সুশীল সমাজ মানব পুঁজি গঠন, সমাজসেবা এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে।
- সুশীল সমাজ সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সচেষ্ট।
- সুশীল সমাজ সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং সরকার সুশীল সমাজের বক্তব্য বা সুপারিশসমূহকে উপেক্ষা করতে পারে না।
- সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা ও মানবাধিকার রক্ষায় সোচ্চার হওয়া সুশীল সমাজের দায়িত্ব।
- সরকার বা কোন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।
তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন একাদশ-দ্বাদশ শ্রেণি ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 2 months ago
২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে কোন দেশ?
Created: 1 month ago
A
কানাডা
B
ফ্রান্স
C
রাশিয়া
D
ব্রাজিল
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) হলো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর আওতায় পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো জলবায়ুর উপর মানুষের সৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা এবং বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে সমন্বয় সাধন করা।
• পূর্ণরূপ: Conference of the Parties (COP)
• ১৯৯২ সালে দেশগুলো UNFCCC-তে স্বাক্ষর করে।
• ১৯৯৫ সাল থেকে এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
• কপ-২৭: ২০২২ সালের নভেম্বরে মিশরে অনুষ্ঠিত।
• কপ-২৮: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ আয়োজিত।
• কপ-২৯: অনুষ্ঠিত হবে আজারবাইজানে।
• কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলে আয়োজিত হবে, স্থান হিসেবে নির্বাচিত হয়েছে আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারা।
0
Updated: 1 month ago