Who was the founder of British rule in the Indian subcontinent?
A
Robert Clive
B
William Bentinck
C
Warren Hastings
D
Lord Cornwallis
উত্তরের বিবরণ
রবার্ট ক্লাইভ উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ব্রিটিশ শাসনের ইতিহাসে তার স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তরুণ বয়সে তিনি মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি গ্রহণ করে, নিজস্ব কর্ম প্রচেষ্টার মাধ্যমে উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
-
১৭৬৫ খ্রিস্টাব্দে, রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে এবং দ্বৈত শাসন প্রবর্তন করে।
-
রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্ত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তার অবদান অস্বীকারযোগ্য নয়।
-
উপমহাদেশের ইতিহাসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণীয়।
-
তার কার্যক্রম তিনটি পর্যায়ে বিভক্ত:
১. প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
২. দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন।
৩. তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
মন্ত্রী পরিষদের প্রধান কে?
Created: 1 day ago
A
স্পীকার
B
প্রধানমন্ত্রী
C
চীফ হুইপ
D
মন্ত্রী পরিষদ সচিব
• মন্ত্রী পরিষদের প্রধান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুসারে,
- ৫৫। (১) প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে।
(২) প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তত্বে এই সংবিধান-অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।
(৩) মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন।
(৪) সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে।
(৫) রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে, রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ-দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয়
উৎস: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 2 weeks ago
A
মেজর এ.এন.এম নূরুজ্জামান
B
মেজর এম. আবু তাহের
C
মেজর চিত্তরঞ্জন দত্ত
D
মেজর নাজমুল হক
⇒ ১১ নং সেক্টর:
- টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের।
- মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।
- মহেন্দ্রগঞ্জ ছিল এই সেক্টরের হেডকোয়ার্টার।
উল্লেখ্য:
- ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
- ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
- ৫ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
- ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
- ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
- ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 week ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:

0
Updated: 1 week ago