'MERCOSUR' is a trade bloc of which region?
A
Africa
B
Europe
C
North America
D
South America
উত্তরের বিবরণ
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী, যা ২৬ মার্চ, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন চুক্তি হলো ‘Treaty of Asuncion’, যা প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে স্বাক্ষরিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
-
বর্তমান সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৫টি: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া।
-
ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত।
-
সহযোগী সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৭টি।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
"ই-৮" কি?
Created: 1 day ago
A
৮ টি দরিদ্র দেশ
B
৮টি ধনী দেশ
C
৮টি পরিবেশ দূষণকারী দেশ
D
৮টি শিল্পোন্নত দেশ
• E-8:
- পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় ই-৮ ।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য।
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
- ই-৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে,
- জি-৭ হল শিল্পোন্নত সাতটি দেশের জোট।
- ডি-৮ হল উন্নয়নশীল আটটি দেশের জোট।

0
Updated: 1 day ago
'C' in CAMELS stands for -
Created: 19 hours ago
A
Capital Shortage
B
Capital profitability
C
Capital adequacy
D
Capital quality
CAMELS হলো একটি মূল্যায়ন কাঠামো, যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
-
Capital Adequacy (C): কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। মূলধন যত বেশি, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল।
-
Asset Quality (A): ব্যাংকের সম্পদের মান এবং ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ।
-
Management Quality (M): ব্যাংকের ব্যবস্থাপনার দক্ষতা ও নীতি।
-
Earnings (E): ব্যাংকের আয় এবং লাভজনকতা।
-
Liquidity (L): ব্যাংকের তরল সম্পদের পর্যাপ্ততা।
-
Sensitivity to Market Risk (S): ব্যাংকের বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা।
এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 2 weeks ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস
-
মুক্তিযুদ্ধকালীন অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ
-
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া

0
Updated: 2 weeks ago