In which district Bangladesh Wheat and Maize Research Institute is located?
A
Gazipur
B
Pabna
C
Dinajpur
D
Dhaka
উত্তরের বিবরণ
BWMRI হলো Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণা করার একমাত্র প্রতিষ্ঠান এবং এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।
-
BWMRI বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
-
এর আগে BARI গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
Created: 19 hours ago
A
4.2%
B
5.5%
C
6.1%
D
7.2%
জাতীয় বাজেট ২০২৫-২৬ হলো বাংলাদেশের ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম) এবং এর শিরোনাম ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’। বাজেট ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা) উত্থাপন করেন। এটি ২ জুন, ২০২৫ উত্থাপিত হয়, ২২ জুন, ২০২৫ অনুমোদিত হয় এবং ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
Which of the following is not a part of the forebrain?
Created: 19 hours ago
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:

0
Updated: 19 hours ago
Which is known as the 'Gate of Tears'?
Created: 20 hours ago
A
Bosporus
B
Gibraltar
C
Bab el-Mandeb
D
Hormuz
বাব এল-মান্দেব প্রণালী, যা 'Gate of Tears' নামে পরিচিত, আরব এবং দক্ষিণ-পশ্চিম আফ্রিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রণালী। এটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে এবং লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি নাম বাব আল-মান্দব।
-
প্রণালীটির মোট দৈর্ঘ্য প্রায় ১৪৮০ কিমি এবং গড় প্রস্থ প্রায় ৪৮০ কিমি।
-
এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত।
-
এডেন উপসাগর একটি গভীর জলের অববাহিকা, যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
-
প্রণালীটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।
-
প্রণালীটির প্রস্থ ৩২ কিমি, যা পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত; পশ্চিম চ্যানেল প্রায় ২৬ কিমি প্রশস্ত এবং পূর্ব চ্যানেল প্রায় ৩ কিমি প্রশস্ত।
-
সুয়েজ খাল নির্মাণের ফলে প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
-
প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago