Which instrument is used to measure sea depth?
A
Manometer
B
Barometer
C
Seismograph
D
Fadometer
উত্তরের বিবরণ
পরিমাপক যন্ত্রগুলো বিভিন্ন প্রাকৃতিক এবং পদার্থগত মাত্রা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
-
দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র: ল্যাকটোমিটার
-
সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র: ফ্যাদোমিটার
-
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র: সিসমোগ্রাফ
-
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র: রিখটার স্কেল
-
বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র: ব্যারোমিটার
-
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র: ম্যানোমিটার
-
আর্দ্রতা পরিমাপের যন্ত্র: হাইগ্রোমিটার
-
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র: পাইরোমিটার
-
তাপমাত্রা মাপার যন্ত্র: থার্মোমিটার
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

0
Updated: 2 weeks ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
Created: 2 weeks ago
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

0
Updated: 2 weeks ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 2 weeks ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 2 weeks ago