Which tribe celebrates 'Biju' festival?
A
Chakma
B
Tripura
C
Garo
D
Lusai
উত্তরের বিবরণ
চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী এবং নিজেদের চাঙমা নামে পরিচিত। তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে, যেখানে প্রায় ৯০% সদস্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
চাকমারা মূলত মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী ছিলেন।
-
এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব হলো বিজু।
-
চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও বর্তমানে এটি ব্যবহার হয় না এবং ভাষা সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
Which is the first six-lane bridge in Bangladesh?
Created: 2 months ago
A
Jamuna Bridge
B
Padma Bridge
C
Madhumati Bridge
D
None of the above
মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, এটা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।
0
Updated: 2 months ago
'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ' পুরস্কার প্রদান করে-
Created: 1 month ago
A
UNESCO
B
UNDP
C
UNEP
D
UNICEF
UNEP হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক একটি প্রধান কর্মসূচি, যার লক্ষ্য বৈশ্বিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
• UNEP এর পূর্ণরূপ United Nations Environment Programme।
• এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি হিসেবে পরিচিত।
• ১৯৭২ সালের ৫ জুন তারিখে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর নাইরোবি, কেনিয়াতে অবস্থিত।
• UNEP-এর প্রধানের পদবী হলো নির্বাহী পরিচালক (Executive Director)।
• বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন ইনগার অ্যান্ডারসেন।
• UNEP প্রতিষ্ঠার দিন, অর্থাৎ ৫ জুন, প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
• সংস্থাটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর “চ্যাম্পিয়ন অব দ্য আর্থ” নামে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার প্রদান করে।
0
Updated: 1 month ago
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
কাঠমুন্ডু
B
ঢাকা
C
নয়াদিল্লী
D
ব্যাংকক
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন। এটি বহু খাতের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
-
BIMSTEC প্রতিষ্ঠিত হয় ৬ জুন, ১৯৯৭ সালে।
-
এর প্রতিষ্ঠার স্থান ছিল ব্যাংকক, থাইল্যান্ড।
-
সদর দপ্তর অবস্থিত ঢাকা, বাংলাদেশে।
-
সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ৭টি দেশ: ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড (জুন, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি দেশ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
0
Updated: 1 month ago