Who is the current president of the World Bank? (August, 2025)
A
Robert McNamara
B
Kristalina Georgieva
C
David Malpass
D
Ajay Banga
উত্তরের বিবরণ
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা ১৯৪৪ সালে ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমান সময়ে (আগস্ট ২০২৫) এর সদস্য সংখ্যা ১৮৯টি, এবং বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
-
বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
-
বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা হলো:
-
IBRD
-
IDA
-
IFC
-
ICSID
-
MIGA
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
ইমানুয়েল কান্ট কোন দেশের নীতিবিজ্ঞানী?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
সুইডেন
D
যুক্তরাজ্য
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
• ইমানুয়েল কান্ট গুরুত্বপূর্ণ কিছু বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.
0
Updated: 1 month ago
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
Created: 1 month ago
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
0
Updated: 1 month ago
The disease rickets, which affects bone development in children, occurs due to deficiency of:
Created: 1 month ago
A
Vitamin A
B
Vitamin C
C
Vitamin D
D
Vitamin B6
রিকেটস হলো একটি রোগ যা শিশুদের হাড়ের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে। এটি মূলত ঘটে যখন দেহে ভিটামিন ডি-এর অভাব থাকে। ভিটামিন ডি হাড়কে শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। শিশু পর্যাপ্ত ভিটামিন ডি না পেলে হাড় নরম ও দুর্বল হয়ে যায়, ফলে হাড় বাঁকানো বা বিকৃত হতে পারে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে পায়ের হাড়ের বাঁক, স্তনের হাড়ের বৃদ্ধি সমস্যা, দাঁতের দেরী বিকাশ এবং পেশীতে দুর্বলতা। সঠিক খাদ্য যেমন দুধ, ডিম এবং পর্যাপ্ত সূর্যের আলো ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে সহায়ক। তাই রিকেটস প্রতিরোধে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ।
ভিটামিন ডি সম্পর্কিত তথ্য:
-
ভিটামিন ডি মূলত প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়।
-
সূর্যালোকের অতিবেগুনি রশ্মি ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত করতে সাহায্য করে।
-
প্রধান খাদ্য উৎস: ডিমের কুসুম, দুধ, মাখন।
-
বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছেও ভিটামিন ডি পাওয়া যায়।
-
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে।
-
ভিটামিন ডি-এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
-
অত্যধিক ভিটামিন ডি গ্রহণে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হয়ে রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে কিডনি, হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে ক্যালসিয়াম জমা হতে পারে।
0
Updated: 1 month ago