According to the final report of the Population and Housing Census 2022, what is the population growth rate?
A
1.12%
B
1.17%
C
1.21%
D
1.32%
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%, এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় ১১১৯ জন প্রতি বর্গকিমি। ৭ বছর বা তদূর্ধ্বের জনগণের মধ্যে সাক্ষরতার হার মোট ৭৪.৮০%, যার মধ্যে পুরুষের সাক্ষরতার হার ৭৬.৭১% এবং মহিলার সাক্ষরতার হার ৭২.৯৪%।
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
-
জেলা ভিত্তিক, সর্বোচ্চ সাক্ষরতার হার পিরোজপুরে (৮৫.৫৩%) এবং সর্বনিম্ন জামালপুরে (৬১.৭০%)।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার
0
Updated: 1 month ago
Where is the Great Barrier Reef located?
Created: 1 month ago
A
South Africa
B
Greenland
C
Indonesia
D
Australia
গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ব্যবস্থা, যা তার বিস্তৃত এলাকা, জটিল গঠন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত।
-
গ্রেট ব্যারিয়ার রিফ উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত।
-
এর বিস্তৃতি প্রায় ৩৪৪,৪০০ বর্গকিমি।
-
এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
-
প্রাচীনকাল থেকে এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীদের জন্য ব্যবহারিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করেছে।
0
Updated: 1 month ago
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 2 months ago
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
0
Updated: 2 months ago