Which of the following is a renewable energy source?
A
Nuclear energy
B
Natural gas
C
Solar energy
D
Coal
উত্তরের বিবরণ
নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি যা বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটি গ্রীন শক্তি নামেও পরিচিত।
নবায়নযোগ্য শক্তির প্রধান উৎসগুলো হলো:
-
সৌরশক্তি: সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে সৌরশক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় সকল শক্তি কোনো না কোনোভাবে সূর্য থেকে আসে। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকৃতপক্ষে বহু দিনের সঞ্চিত সৌরশক্তি।
-
জলবিদ্যুৎ: পানি নবায়নযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ উৎস। পানির স্রোত ও জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোতে থাকে গতি শক্তি ও বিভব শক্তি, যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
-
বায়ু শক্তি: পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ুর গতিশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায়। যে যন্ত্রের মাধ্যমে এটি সম্ভব, তাকে বায়ুকল বলা হয়।
-
বায়োমাস শক্তি: সৌর শক্তি গাছপালার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং গাছপালার বিভিন্ন অংশে সঞ্চিত থাকে। বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়।
অন্যদিকে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এবং নিউক্লিয় শক্তি অনবায়নযোগ্য শক্তির উদাহরণ।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
Created: 1 day ago
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে,
• শিশুর সংজ্ঞা:
• শিশু: শিশু বলতে আঠারো বছরের কম বয়সী বাংলাদেশের সকল ব্যক্তিকে বুঝাবে।
• কিশোর কিশোরী: কিশোর কিশোরী বলতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদেরকে বুঝাবে।
• জাতীয় শিশুনীতি - ২০১১:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফেব্রুয়ারী, ২০১১ সালে জাতীয় শিশুনীতি প্রবর্তন করেন।
• পরিধি:
জাতীয় শিশু নীতি বাংলাদেশের নাগরিক সকল শিশুর ক্ষেত্রে বৈষম্যহীনভাবে প্রযোজ্য হবে।
• মূলনীতি:
- বাংলাদেশের সংবিধান, শিশু আইন ও আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
- শিশু দারিদ্র বিমোচন।
- শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের
উৎস: জাতীয় শিশুনীতি - ২০১১।

0
Updated: 1 day ago
In which district Bangladesh Wheat and Maize Research Institute is located?
Created: 20 hours ago
A
Gazipur
B
Pabna
C
Dinajpur
D
Dhaka
BWMRI হলো Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণা করার একমাত্র প্রতিষ্ঠান এবং এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।
-
BWMRI বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
-
এর আগে BARI গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।
তথ্যসূত্র:

0
Updated: 20 hours ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 week ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:

0
Updated: 1 week ago