রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
A
প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে
B
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
C
নাইট্রোজেন সরবরাহ করে
D
হাইড্রোজেন সরবরাহ করে
উত্তরের বিবরণ
ড্রাই কার্বন-ডাই-অক্সাইড: একটি কার্যকর ও নিরাপদ অগ্নিনির্বাপক উপাদান
অগ্নি নির্বাপণে বহুল ব্যবহৃত একটি নির্ভরযোগ্য উপাদান হলো ড্রাই কার্বন-ডাই-অক্সাইড। যখন এই গ্যাসভর্তি নির্বাপণ যন্ত্রের ভালভ খোলা হয়, তখন তরল অবস্থায় সংরক্ষিত কার্বন-ডাই-অক্সাইড দ্রুত সম্প্রসারিত হয়ে গ্যাসে পরিণত হয়।
এই গ্যাসটি অক্সিজেনের তুলনায় ভারী হওয়ায়, এটি আগুনের আশেপাশে ছড়িয়ে পড়ে এবং জ্বালানির চারপাশ থেকে অক্সিজেন সরিয়ে ফেলে। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে আগুন নিভে যায়, কারণ আগুন জ্বলার জন্য অক্সিজেন অপরিহার্য।
রাসায়নিক শ্রেণির এই অগ্নিনির্বাপক উপাদানটি মূলত আগুনের সঙ্গে অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করে, ফলে দাহ্যতা বন্ধ হয়ে যায়।
উৎস: National Emergency Service
0
Updated: 3 months ago
'পিসিকালচার' বলতে কি বোঝায়?
Created: 3 months ago
A
হাঁস-মুরগি পালন
B
মৌমাছি পালন
C
মৎস্য চাষ
D
রেশম চাষ
আধুনিক চাষ পদ্ধতি:
- রেশম চাষ বিদ্যাকে বলা হয়- সেরিকালচার।
- মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- পিসিকালচার।
- মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়- এপিকালচার।
- পাখি পালন বিদ্যাকে বলা হয়- এভিকালচার।
- চিংডি চাষ বিদ্যাকে বলা হয়- প্রণকালচার।
- উদ্যান পালন বিদ্যাকে বলা হয়- হর্টিকালচার।
- সামদ্রিক মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
0
Updated: 3 months ago
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
Created: 3 months ago
A
শূন্যতায়
B
লোহা
C
পানি
D
বাতাস
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, যার জন্য চলার পথে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। এটি শূন্য মাধ্যমে ছড়াতে পারে না, অর্থাৎ মহাশূন্যে শব্দের বেগ শূন্য থাকে। শব্দের গতি মূলত তার চলার মাধ্যমের ওপর নির্ভর করে।
মাধ্যম অনুযায়ী শব্দের বেগের তারতম্য দেখা যায়:
-
কঠিন পদার্থে শব্দ সবচেয়ে দ্রুত গতি অর্জন করে। যেমন, লোহা ও ইস্পাতের ভেতর দিয়ে শব্দ খুব দ্রুত ছড়ায়।
-
তরল পদার্থে, যেমন পানিতে, শব্দের গতি তুলনামূলকভাবে কম হয় কঠিনের চেয়ে।
-
বায়বীয় পদার্থে, যেমন বাতাসে, শব্দের গতি আরও কম হয়।
-
আর শূন্য মাধ্যমে (যেখানে কোনো কণার অস্তিত্ব নেই), শব্দ একেবারেই ছড়াতে পারে না।
এইভাবে দেখা যায়, শব্দের গতি সবচেয়ে বেশি কঠিনে, তারপর তরলে, এরপর গ্যাসে, এবং শূন্যে একদমই নয়।
উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান পাঠ্যবই
0
Updated: 3 months ago
নিচের কোন যন্ত্রটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে পারে?
Created: 1 month ago
A
ট্রান্সফরমার
B
ব্যাটারি
C
জেনারেটর
D
মোটর
ট্রান্সফরমার (Transformer)
-
যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলে।
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র, যা কেবলমাত্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে।
-
এটি কাজ করে তড়িৎচৌম্বক আবেশের (Electromagnetic Induction) নীতির ওপর।
-
ট্রান্সফরমারের মধ্যে সাধারণত দুটি কুণ্ডলী থাকে—
১. প্রাইমারি কুণ্ডলী
২. সেকেন্ডারি কুণ্ডলী -
ট্রান্সফরমার প্রধানত দুই ধরনের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার → নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে।
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার → উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago