Which is known as the 'Gate of Tears'?
A
Bosporus
B
Gibraltar
C
Bab el-Mandeb
D
Hormuz
উত্তরের বিবরণ
বাব এল-মান্দেব প্রণালী, যা 'Gate of Tears' নামে পরিচিত, আরব এবং দক্ষিণ-পশ্চিম আফ্রিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রণালী। এটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে এবং লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি নাম বাব আল-মান্দব।
-
প্রণালীটির মোট দৈর্ঘ্য প্রায় ১৪৮০ কিমি এবং গড় প্রস্থ প্রায় ৪৮০ কিমি।
-
এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং দক্ষিণ-পূর্বে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত।
-
এডেন উপসাগর একটি গভীর জলের অববাহিকা, যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
-
প্রণালীটি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।
-
প্রণালীটির প্রস্থ ৩২ কিমি, যা পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত; পশ্চিম চ্যানেল প্রায় ২৬ কিমি প্রশস্ত এবং পূর্ব চ্যানেল প্রায় ৩ কিমি প্রশস্ত।
-
সুয়েজ খাল নির্মাণের ফলে প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
-
প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
যুক্তরাস্ট্র
C
অস্ট্রেলিয়া
D
যুক্তরাজ্য
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ওশেনিয়ার মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। স্বাধীনতার আগে এটি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
-
১৯০৫ সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে আসে।
-
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
-
এটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষা-ধারী দেশ।
-
দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা প্রচলিত।
0
Updated: 1 month ago
সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশের প্রতিনিধিদল অংশ নেয়?
Created: 1 month ago
A
৪৩টি
B
৫১টি
C
৪৬টি
D
৫৫টি
সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলন। এই সম্মেলন থেকেই জাতিসংঘ প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা ঘটে।
-
সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
-
এটি অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে।
-
সম্মেলনে অংশগ্রহণ করে ৪৬টি দেশের প্রতিনিধি দল।
-
এর মূল উদ্দেশ্য ছিল একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখবে।
-
সম্মেলনের ফলশ্রুতিতে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ অনুমোদিত হয় এবং নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র একে স্বীকৃতি প্রদান করে।
-
এই তারিখকেই জাতিসংঘের আনুষ্ঠানিক জন্মদিন ধরা হয়।
-
তাই প্রতি বছর ২৪শে অক্টোবর বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
0
Updated: 1 month ago
'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক কে?
Created: 1 month ago
A
অ্যারিস্টটল
B
ইমানুয়েল কান্ট
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতা ও নীতিশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
তিনি 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে পরিচিত।
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলো:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
উৎস:
0
Updated: 1 month ago