'ব্রেটন উডস ইনস্টিটিউট' নিচের কোন সংস্থাকে বোঝায়?
A
আইএমএফ
B
বিশ্বব্যাংক
C
এডিবি
D
আইডিবি
উত্তরের বিবরণ
ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলতে আইএমএফ (IMF) ও বিশ্বব্যাংক (World Bank) - এই দুই আন্তর্জাতিক সংস্থাকে বোঝানো হয়।
ব্রেটন উডস সম্মেলন
১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল—যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার রূপরেখা নির্ধারণ।
এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস। তাঁদের দুজনকে ‘আইএমএফ’ ও ‘বিশ্বব্যাংক’-এর Founding Fathers বা প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ বলা হয়।
এই সম্মেলনের ফলেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংকের অংশ।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, IBRD-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের জুন মাসে, যদিও এর ভিত্তি স্থাপিত হয় ১৯৪৪ সালের সম্মেলনের মাধ্যমে।
এই দুটি প্রতিষ্ঠানকে একত্রে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশনস’ বলা হয়। আবার অনেক সময়, আইএমএফ ও বিশ্বব্যাংককে “ব্রেটন উডস জমজ” হিসেবেও অভিহিত করা হয়, কারণ তাদের উত্থান একই সম্মেলন থেকে।
তথ্যসূত্র:
i) World Bank Group
ii) U.S. Department of State (state.gov)

0
Updated: 1 month ago
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
Created: 2 months ago
A
৪ এপ্রিল, ১৯৪৯
B
৩ জানুয়ারি, ১৯৫৪
C
২৬ মে ১৯৫৫
D
১ ফেব্রুয়ারি, ১৯৫৬
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি আন্তর্জাতিক সামরিক সহযোগিতামূলক জোট, যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে এই সংস্থা গঠিত হয় মূলত পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রতিষ্ঠার সময় ১২টি দেশ ছিল এর সদস্য, আর বর্তমানে এটি ৩২টি দেশের সমন্বয়ে গঠিত।
NATO-এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত এবং বর্তমানে এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুট। মুসলিম দেশের মধ্যে আলবেনিয়া ও তুরস্ক এই জোটের সদস্য। সম্প্রতি সুইডেন ৩২তম সদস্য হিসেবে যোগদান করেছে।
এই সংস্থাটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা মূলত সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। NATO-এর মূল আদর্শ বা স্লোগান হল "A mind unfettered in deliberation" অর্থাৎ অবাধ আলোচনা ও চিন্তার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ।
NATO-এর প্রথম ইউরোপের বাইরে অনুষ্ঠিত মিশন হয়েছিল আফগানিস্তানে, ২০০৩ সালে।
উৎস: NATO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 2 weeks ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে 'pandemic' ঘােষণা করেছে?
Created: 4 days ago
A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
WHO বা World Health Organization জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
সংস্থাটি ১৯৪টি সদস্য দেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। WHO-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্বাস্থ্যসম্মত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
মূল তথ্যসমূহ:
-
WHO-এর পূর্ণরূপ: World Health Organization
-
প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
-
বর্তমান সদস্য দেশ: ১৯৪টি
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: International Health Conference, জাতিসংঘের উদ্যোগে
-
WHO জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
সংগঠনের কার্যক্রম:
-
বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি স্বাস্থ্য সংস্থা, এনজিও এবং জনসাধারণের সাথে নিবিড়ভাবে কাজ করে
-
রোগ-বালাই, নতুন রোগ সংক্রমণ বা জরুরি স্বাস্থ্য ইস্যুতে নেতৃত্ব প্রদান
-
উদাহরণস্বরূপ COVID-19 মোকাবেলার প্রক্রিয়া:
-
৩১ ডিসেম্বর ২০১৯: চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা সংক্রমণ নিয়ে WHO-কে অবহিত করে চীনা সরকার
-
৩০ জানুয়ারি ২০২০: WHO বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে
-
১১ ফেব্রুয়ারি ২০২০: রোগের নামকরণ COVID-19 করা হয়
-
১১ মার্চ ২০২০: COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ২০২০
-

0
Updated: 4 days ago