A
ফ্রান্স
B
যুক্তরাজ্য
C
রাশিয়া
D
দি নেদারল্যান্ডস
উত্তরের বিবরণ
নেদারল্যান্ডস G-8 ভুক্ত দেশ নয়।
Group of Eight (G-8):
- এটি ছিল বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- এই জোট গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
G-8-এর অন্তর্ভুক্ত সদস্য দেশ:
- যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য।
উল্লেখ্য,
- G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
উৎস: Britannica.

0
Updated: 2 weeks ago