What percent of 500 is 1.5?
A
0.3%
B
3%
C
0.5%
D
30%
উত্তরের বিবরণ
Question: What percent of 500 is 1.5?
Solution:
ধরি,
500 এর x% = 1.5
⇒ 500 এর (x/100) = 1.5
⇒ 5x = 1.5
⇒ x = 1.5/5
⇒ x = 0.3
সুতরাং, 500 এর 0.3% হলো 1.5
0
Updated: 1 month ago
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪৮৬ বর্গমিটার এবং পরিসীমা ৯০ মিটার । এর দৈর্ঘ্য প্রস্থের শতকরা কত অংশ ?
Created: 1 week ago
A
৩৩%
B
৫০%
C
১৫০%
D
১৩৩%
ধরি, সংখ্যা দুইটি = x এবং y
প্রশ্নমতে,
2(x+y) = 90
বা, x+y = 45
এবং xy = 486
x-y = √{(x+y)² - 4xy} = 9
∴ x= 27 এবং y = 18
সুতরাং দৈর্ঘ্য প্রস্থের শতকরা = (27/18)×100 = 150 অংশ
0
Updated: 1 week ago
The sum of five consecutive multiples of 6 is 150. What is the second largest number?
Created: 1 month ago
A
48
B
36
C
42
D
30
গণিত
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
শতকরা (Percentage)
Question: The sum of five consecutive multiples of 6 is 150. What is the second largest number?
Solution:
ধরি, ৬ এর পাঁচটি ক্রমিক গুণিতক হলো যথাক্রমে (x - 12), (x - 6), x, (x + 6) এবং (x + 12)
প্রশ্নমতে,
(x - 12) + (x - 6) + x + (x + 6) + (x + 12) = 150
⇒ 5x = 150
⇒ x = 150/5
⇒ x = 30
সুতরাং, সংখ্যাগুলো হলো 18, 24, 30, 36, 42।
এদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি হলো 36।
0
Updated: 1 month ago
তুষার সাহেব ৭,২০০ টাকা বার্ষিক সরল মুনাফা হারে বিনিয়োগ করে। ৮ মাস পর মুনাফার পরিমাণ ৬০০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
Created: 1 month ago
A
১০.৫০%
B
১৫%
C
১২.৫০%
D
৮.২৫%
প্রশ্ন: তুষার সাহেব ৭,২০০ টাকা বার্ষিক সরল মুনাফা হারে বিনিয়োগ করে। ৮ মাস পর মুনাফার পরিমাণ ৬০০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
সমাধান:
আমরা জানি,
সরল সুদ, I = prn
⇒ ৬০০ = ৭২০০ × ৮/১২ × r
⇒ r = (১/৮) × ১০০%
⇒ r = ১০০/৮%
∴ r = ১২.৫০%
0
Updated: 1 month ago