A boat travels 120 km upstream in 6 hours and the same distance downstream in 4 hours. What is the speed (in km/h) of the stream?
A
5 km/h
B
10 km/h
C
3 km/h
D
6 km/h
উত্তরের বিবরণ
Question: A boat travels 120 km upstream in 6 hours and the same distance downstream in 4 hours. What is the speed (in km/h) of the stream?
সমাধান:
ধরি,
স্থির জলে নৌকাটির গতিবেগ = x কিমি/ঘন্টা
এবং স্রোতের গতিবেগ = y কিমি/ঘন্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (x - y) কিমি/ঘন্টা
স্রোতের অনুকূলে গতিবেগ = (x + y) কিমি/ঘন্টা
প্রশ্নমতে,
120/(x - y) = 6
⇒ x - y = 120/6
∴ x - y = 20 …………(1)
আবার,
120/(x + y) = 4
⇒ x + y = 120/4
∴ x + y = 30 …………(2)
(2) নং থেকে (1) নং সমীকরণ বিয়োগ করে পাই,
(x + y) - (x - y) = 30 - 20
⇒ x + y - x + y = 10
⇒ 2y = 10
⇒ y = 10/2
∴ y = 5
সুতরাং, স্রোতের গতিবেগ 5 কিমি/ঘন্টা।
0
Updated: 1 month ago
কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত % কম?
Created: 2 weeks ago
A
২০%
B
২৫%
C
১০%
D
১৫%
ধরা যাক মুকুলের আয় ১০০ টাকা।
প্রশ্নে বলা আছে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি, অর্থাৎ কুসুমের আয় হবে —
১০০ + ২৫ = ১২৫ টাকা।
এখন দেখা যাক, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত শতাংশ কম।
অর্থাৎ কমের পরিমাণ = (১২৫ - ১০০) = ২৫ টাকা।
এখন শতাংশ নির্ণয়ের সূত্র অনুযায়ী —
কমের হার = (কমের পরিমাণ ÷ কুসুমের আয়) × ১০০
= (২৫ ÷ ১২৫) × ১০০
= ২০%
অতএব, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা ২০% কম।
এই ধরনের শতাংশ নির্ণয়ে মনে রাখতে হয়—
-
যখন একটি পরিমাণ অন্যটির তুলনায় x% বেশি, তখন উল্টোভাবে সেটি (x / (১০০ + x)) × ১০০% কম হয়।
-
যেমন এখানে ২৫% বেশি মানে উল্টোভাবে ২০% কম।
-
এটি সব সময় বিপরীত অনুপাতে নির্ভর করে, তাই ২৫% ও ২০% সমান নয়।
সুতরাং সঠিক উত্তর হলো—
ক) ২০%
0
Updated: 2 weeks ago
Simple Harmonic Motion (SHM) এর সাধারণ
সমীকরণ কোনটি?
Created: 3 weeks ago
A
a = - kx
B
a = - ω2x
C
v = u + at
D
F = ma
Simple Harmonic Motion (SHM) হলো
এমন periodic motion যেখানে restoring force বা acceleration সর্বদা equilibrium থেকে displacement এর সাথে সমানুপাতিক
এবং বিপরীতমুখী।
a ∞ - x
or, a = -ω2 x
যেখানে, a = ত্বরণ, x = সরন , ω = angular
frequency
0
Updated: 3 weeks ago
A train 150 meters long takes 40 seconds to cross a 350-meter-long bridge. How much time will the train take to cross a 250-meter-long platform?
Created: 1 month ago
A
32 seconds
B
28 seconds
C
19 seconds
D
22 seconds
Question: A train 150 meters long takes 40 seconds to cross a 350-meter-long bridge. How much time will the train take to cross a 250-meter-long platform?
Solution:
Length of train = 150 m
Length of bridge = 350 m
∴ Total distance to cross bridge = 150 + 350 = 500 m
Time taken = 40 seconds
∴ Speed of train = Total distance/Time
= 500/40 = 12.5 m/s
Length of platform = 250 m
∴ Total distance to cross platform = 150 + 250 = 400 m
∴ Time taken = Total distance/Speed
= 400/12.5 seconds
= 32 seconds
0
Updated: 1 month ago