An independent person or body officially appointed to settle a dispute.
A
Aristocracy
B
Arbitrator
C
Coercion
D
Agent provocateur
উত্তরের বিবরণ
Arbitrator (Noun)
-
English Meaning: A person who is chosen to settle a disagreement.
-
Bangla Meaning: মধ্যস্থতাকারী; সালিস নিষ্পত্তিকারী
Other Options:
-
Aristocracy: A form of government in which power is held by the nobility → অভিজাততন্ত্র
-
Coercion: The action of making somebody do something that they do not want to do, using force or threatening to use force → দমন; দমননীতির দ্বারা শাসন
-
Agent provocateur: A person employed to encourage people in political groups to do something illegal so that they can be arrested → প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে এমন সন্দেহভাজনদের খুঁজে বের করতে নিযুক্ত ব্যক্তি; কুনকি অপরাধী
Source:

0
Updated: 21 hours ago
The Canterbury Tales was authored by-
Created: 18 hours ago
A
Geoffrey Chaucer
B
John Donne
C
Thomas More
D
William Langland
• The Canterbury Tales was authored by Geoffrey Chaucer.
• The Canterbury Tales:
- The Canterbury Tales, frame story by Geoffrey Chaucer, written in Middle
English in 1387–1400.
- The Canterbury Tales হলো
একটি বিখ্যাত সাহিত্যকর্ম, যা লিখেছেন Geoffrey Chaucer.
- এটি একটি frame story: অর্থাৎ এক গল্পের ভিতরে
আরও অনেকগুলো গল্প।
- গল্পটির শুরু হয় লন্ডনের
Tabard Inn-এ।
- সেখানে ৩০ জন তীর্থযাত্রী
একত্রিত হন। তারা Canterbury শহরের
St. Thomas Becket-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
- তাদের মধ্যে ঠিক হয়, পথের
ক্লান্তি দূর করতে প্রত্যেকে
চারটি করে গল্প বলবে
(দু'টি যাওয়ার পথে,
দু'টি ফেরার পথে)।
- এই প্রতিযোগিতার আয়োজক হন Harry Bailly, যিনি হোটেলের মালিক।
- এটি মূলত একটি কবিতা
হলেও এতে ২৪ টি
গল্প রয়েছে।
- তবে বাস্তবে Chaucer ২৪টি গল্প-ই
শেষ করতে পেরেছিলেন।
• Geoffrey Chaucer:
- তিনি ছিলেন ১৩৪২/৪৩ সালে
জন্ম নেয়া, এবং ১৪০০ সালের
২৫ অক্টোবর লন্ডনে মৃত্যুবরণ করেন।
- কর্তৃত্বাধীন ইংরেজি কবি ও লেখক,
যিনি কাজ করতেন নাগরিক
কর্মকর্তা, কূটনীতিবিদ, ও সেক্রেটারিয়েট হিসাবে
।
- He has been called the 'father of English literature'.
- তিনি Middle English-কে সাহিত্য ভাষা
হিসেবে প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছেন।
- তিনি প্রথম ইংরেজি ব্যবহার করে iambic pentameter এবং rhyme royal-এর মতো ছন্দ
চালু করেন।
• Famous Works:
- The Canterbury Tales,
- The nun priest’s Tale,
- The Book of the Duchess,
- The House of Fame,
- Troilus and Criseyde,
- Parlement of Foules,
- The Legend of Good Women, etc.

0
Updated: 18 hours ago
"After one's own heart" means -
Created: 2 weeks ago
A
To be in low spirits
B
With complete devotion
C
To be in high spirit
D
To one's own liking
✦ Idiom: After one's own heart
Meaning
-
English: used to say that someone has likes and dislikes similar to one's own; to one's own liking
-
Bangla: মনের মতো
Example Sentences
-
His dedication to environmental conservation is after my own heart; she spends every weekend planting trees and cleaning up local parks.
-
As a lover of art and literature, her decision to spend her vacation visiting museums and bookstores is truly after my own heart.
Source
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 weeks ago
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of - Gerund.
- এখানে ‘Swimming’ বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
- ‘Swimming’ এখানে verb-এর -ing ফর্ম, কিন্তু এটি কোনো কাজ করছে না, বরং subject হিসেবে noun এর কাজ করছে।
- Verb-এর এই ধরনের noun রূপকে Gerund বলা হয়।
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.
- Gerunds don’t describe action—they act as nouns.

0
Updated: 1 month ago