An independent person or body officially appointed to settle a dispute.
A
Aristocracy
B
Arbitrator
C
Coercion
D
Agent provocateur
উত্তরের বিবরণ
Arbitrator (Noun)
-
English Meaning: A person who is chosen to settle a disagreement.
-
Bangla Meaning: মধ্যস্থতাকারী; সালিস নিষ্পত্তিকারী
Other Options:
-
Aristocracy: A form of government in which power is held by the nobility → অভিজাততন্ত্র
-
Coercion: The action of making somebody do something that they do not want to do, using force or threatening to use force → দমন; দমননীতির দ্বারা শাসন
-
Agent provocateur: A person employed to encourage people in political groups to do something illegal so that they can be arrested → প্রকাশ্যে অপরাধ করতে প্রলুব্ধ করে এমন সন্দেহভাজনদের খুঁজে বের করতে নিযুক্ত ব্যক্তি; কুনকি অপরাধী
Source:
0
Updated: 1 month ago
Identify the correct synonym for the word 'magnanimous'.
Created: 1 month ago
A
generous
B
unkind
C
revengeful
D
friendly
The word “Magnanimous” অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি মহান হৃদয়ের, ক্ষমাশীল ও উদার। এই শব্দটি এমন মানুষের জন্য ব্যবহৃত হয়, যারা ছোট মনোভাবের ঊর্ধ্বে উঠে দয়া ও সহনশীলতা দেখায়। তাই এর উপযুক্ত প্রতিশব্দ হলো “Generous” বা উদার।
• Magnanimous person মানে এমন কেউ, যিনি অন্যের প্রতি সহানুভূতিশীল ও দানশীল।
• শব্দটি এসেছে লাতিন “magnus” (great) এবং “animus” (soul/mind) থেকে, অর্থাৎ মহান আত্মা বা মহান মন।
• এই গুণের বিপরীতে রয়েছে selfishness বা resentment, যা magnanimity-র বিপরীত চরিত্র প্রকাশ করে।
• তাই “Generous”-ই magnanimous-এর সবচেয়ে যথার্থ synonym, যা উদারতা ও হৃদয়ের মহত্ত্ব বোঝায়।
0
Updated: 2 hours ago
To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
Created: 1 month ago
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:
0
Updated: 1 month ago
Having finished his homework, he went out to play. The underlined part is an example of -
Created: 1 month ago
A
Past Participle
B
Perfect participle
C
Present participle
D
None of the above
বাক্যে Having finished his homework, he went out to play-এ Having finished হলো Perfect Participle। Perfect participle গঠিত হয় having + past participle (V3)।
-
ব্যাখ্যা:
-
Verb-এর past participle-এর পূর্বে having যুক্ত হয়ে যদি এটি একই সাথে verb এবং adjective-এর কাজ করে, তাকে Perfect participle বলে।
-
এটি সাধারণত বোঝায় যে একটি কাজ সম্পন্ন হওয়ার পর অন্য কাজ সংঘটিত হয়েছে।
-
এখানে having + finished দ্বারা বোঝানো হয়েছে যে তার homework শেষ করার পর সে বাইরে খেলতে গেল।
-
-
Participle-এর সংজ্ঞা:
-
Participle হলো এমন একটি verb যা -ing (present participle) বা -ed, -d, -t, -en, -n (past participle) এ শেষ হয় এবং noun বা adjective-এর মতো কাজ করতে পারে।
-
Participle একই সাথে verb এবং adjective-এর কাজ করে।
-
-
Participle-এর প্রকার:
-
Present Participle – চলমান sense বোঝায়
-
Ex: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle – সম্পন্ন কাজ বোঝায়
-
Ex: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle – পূর্ববর্তী কাজ বোঝায়
-
Ex: Having eaten rice, he went to bed.
-
-
0
Updated: 1 month ago