Choose the correct spelling.
A
Eclactic
B
Eclectik
C
Eclectic
D
Eclektic
উত্তরের বিবরণ
Eclectic (Adjective)
-
English Meaning: Consisting of different types, methods, styles, etc.
-
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেওয়া
Example Sentence:
-
She has an eclectic taste in music, enjoying everything from classical to rock.
-
বাংলা অর্থ: তার সংগীতে বিচিত্র রুচি রয়েছে, ক্লাসিকাল থেকে রক পর্যন্ত সবই উপভোগ করে।
Source:

0
Updated: 21 hours ago
If someone says, "I'm going to hit the sack early," what is he or she most likely doing?
Created: 1 month ago
A
Preparing for a flight
B
Starting a workout
C
Going to sleep
D
Packing their bags
Idiom: “Hit the Sack / Hit the Hay”
-
Meaning:
-
English: To go to bed in order to sleep
-
Bangla: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া
-
-
Example Sentence:
-
I’m really tired, so I’m going to hit the sack early tonight.
-
-
Usage Context:
-
"I'm going to hit the sack early" → means the person is going to sleep
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 1 month ago
Identify the type of phrase:
After the game, we went out for dinner.
Created: 1 week ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Prepositional Phrase
D
Verb Phrase
• Correct Answer: Prepositional Phrase
Explanation:
-
"After the game" একটি prepositional phrase, কারণ এটি after (preposition) দিয়ে শুরু হয়েছে এবং the game (preposition-এর object) নিয়ে গঠিত।
-
এতে কোনো verb নেই, তাই এটি clause নয়।
-
বাক্যে এটি went out ক্রিয়ার সময় নির্দেশ করছে, অর্থাৎ adverb-এর কাজ করছে।
Other options:
-
ক) Noun Phrase: কোনো noun বা pronoun এবং তার modifiers নিয়ে গঠিত; এখানে প্রযোজ্য নয়।
-
খ) Adjective Phrase: noun বা pronoun কে modify করে; এখানে প্রযোজ্য নয়।
-
ঘ) Verb Phrase: প্রধান verb ও সহায়ক verb নিয়ে গঠিত; এখানে verb নেই।

0
Updated: 1 week ago
What is the part of speech of the word 'avuncular'?
Created: 1 week ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
Avuncular একটি Adjective বা বিশেষণ। এটি এমন আচরণ বোঝায় যেখানে কেউ তরুণদের প্রতি সদয়, বন্ধুভাবাপন্ন ও আপনজনের মতো আচরণ করে; যেমন, একজন স্নেহশীল চাচা তার ভাতিজা বা ভাতিজিদের সঙ্গে আচরণ করে।
-
বাংলা অর্থ: (কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।
-
সমার্থক শব্দ: Counselling (পরামর্শমূলক), Advising (উপদেশমূলক), Helping (সাহায্যকারী, সাহায্যপরায়ণ), Friendly (বন্ধুভাবাপন্ন), Guide (পথ নির্দেশক)।
-
বিপরীতার্থক শব্দ: Rude (কর্কশ), Unkind (নির্দয়), Hostile (শত্রুতামূলক), Unfriendly (বন্ধুত্বপূর্ণ নয় এমন), Crude (অসভ্য)।
-
অন্য রূপ: Uncle (Noun), Avuncularly (Adverb)।
-
উদাহরণ বাক্য:
১. An avuncular African doctor had the time to be reassuring and overflowing with human kindness.
২. He was very helping and supported me in an avuncular attitude.

0
Updated: 1 week ago