Choose the spelling.
A
Ostentation
B
Austentation
C
Oustentation
D
Ostentetion
উত্তরের বিবরণ
Ostentation (Noun)
-
English Meaning: An exaggerated display of wealth, knowledge, or skill made to impress people.
-
Bangla Meaning: প্রশংসা অর্জন বা ঈর্ষা জাগানোর উদ্দেশ্যে (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদি) প্রদর্শন
-
উদাহরণ: The ostentation of the newly rich
-
Example Sentence:
-
His wealth was displayed with unnecessary ostentation.
-
বাংলা অর্থ: তার সম্পদ অযথা আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়েছিল।
Source:
0
Updated: 1 month ago
My uncle and benefactor _____ come.
Created: 2 months ago
A
has
B
is
C
are
D
have
Complete Sentence: My uncle and benefactor has come.
-
যখন দুইটি শব্দ/পদ (যেমন: uncle এবং benefactor) একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, তখন subject টি singular noun হিসেবে বিবেচিত হয়।
-
এখানে My uncle and benefactor একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই singular verb (has) ব্যবহার করতে হবে।
নির্দিষ্ট নিয়ম:
-
কোনো conjunction (and) থাকলেও, যদি and দ্বারা দুটি উপাধি বা একই ব্যক্তির দুই পরিচিতি যুক্ত হয়, তাহলে verb হবে singular।
-
উদাহরণ: The poet and philosopher has died. (একই ব্যক্তি)
-
-
কিন্তু ভিন্ন ব্যক্তি হলে plural verb হবে:
-
উদাহরণ: My uncle and my benefactor have come. (দুই ব্যক্তি)
-
0
Updated: 2 months ago
Milk is __ food.
Created: 2 weeks ago
A
nutritional
B
nutrient
C
nutritious
D
nutritive
0
Updated: 2 weeks ago
No sooner had he entered the room _____.
Created: 2 months ago
A
and the lights went out.
B
when the lights went out.
C
than the lights went out.
D
then the lights went out.
• সঠিক বাক্য: No sooner had he entered the room than the lights went out.
-
অনুবাদ: সে ঘরে ঢুকতেই বাতি নিভে গেল।
-
"No sooner" একটি Formal ইংরেজি গঠন, যা বোঝায় - এক কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য কাজ ঘটেছে।
-
এই ধরনের বাক্যে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়:
👉 No sooner + had + subject + past participle + than + বাক্যের দ্বিতীয় অংশ।
যেমন:
-
No sooner had I sat down than the phone rang.
-
No sooner had he arrived than it started raining.
• Other options:
ক) and the lights went out
-
"No sooner... and" ❌ ভুল গঠন।
-
"No sooner" এর সঙ্গে "and" ব্যবহার হয় না।
খ) when the lights went out
-
"No sooner... when" ❌ ব্যাকরণগতভাবে ভুল।
-
এর সঠিক জোড়া হলো "No sooner... than"।
ঘ) then the lights went out
-
"then" ❌ ভুল, কারণ "No sooner" এর পর "than" বসে, "then" নয়।
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago