Choose the correct spelling.
A
Matriculete
B
Matriculate
C
Matriculatte
D
Mattriculate
উত্তরের বিবরণ
Matriculate (Verb)
-
English Meaning:
-
To officially become a student at a university.
-
To successfully complete the final year of school.
-
-
Bangla Meaning:
(কোনো বিশেষ পরীক্ষা পাস করার পর) ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়া; বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি হওয়া
Example Sentence:
-
She will matriculate at Oxford University next year.
-
বাংলা অর্থ: সে আগামী বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।
Source:
0
Updated: 1 month ago
The plural form of 'Tableau' -
Created: 1 month ago
A
Tableaus
B
Tableauax
C
Tableauxe
D
Both A & C
Tableau হলো singular noun।
-
English Meaning: an arrangement of people who do not move or speak, especially on a stage, representing a scene, event, or view of life
-
Bangla Meaning: বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট
-
Plural forms: tableaux, tableaus
0
Updated: 1 month ago
A speech of too many words is called -
Created: 2 months ago
A
A big speech
B
Maiden speech
C
An unimportant speech
D
A verbose speech
Verbose speech: শব্দে অতিরিক্ত এবং দীর্ঘ বক্তৃতাকে বলা হয় verbose speech।
-
Verbose (adjective) অর্থ: প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা।
-
বাংলায় অর্থ: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ।
-
উদাহরণ: a verbose speech / speaker / style – দীর্ঘ এবং অতিরিক্ত শব্দের বক্তৃতা বা ধরণ।
-
-
Maiden speech: পার্লামেন্টে একজন নবাগত সদস্যের প্রথম বক্তৃতাকে বলা হয় maiden speech।
-
ইংরেজিতে: First speech of a new member in parliament।
-
উৎস: Oxford Learner’s Dictionary
0
Updated: 2 months ago
In the sentence, "She is singing beautifully," the word "beautifully" is a/an -
Created: 2 months ago
A
Pronoun
B
Adjective
C
Adverb
D
Preposition
Correct Answer: Adverb.
• Adverb of manner: যে ধরনের adverb কোনো কাজ কীভাবে (how) সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে।
"How?" বা "কীভাবে?" প্রশ্নের উত্তর যেসব শব্দ দেয়, সেগুলো Adverb of manner।
→ বাক্যের "beautifully" শব্দটি গান গাওয়ার ধরন বা কীভাবে (how) গান গাওয়া হচ্ছে তা নির্দেশ করছে।
- এটি "She is singing how?" প্রশ্নের উত্তর হিসেবে কাজ করে এবং কাজটি সম্পন্ন হওয়ার ধরন নির্দেশ করে।
→ এই বাক্যে, "beautifully" শব্দটি "singing" ক্রিয়াকে বর্ণনা করছে (কেমনভাবে গান গাওয়া হচ্ছে?)।
- তাই এটি Adverb of manner।
- সুতরাং, "beautifully" একটি Adverb।
Example Sentences:
They danced gracefully.
He answered the question confidently.
We walked slowly to the park.
0
Updated: 2 months ago