(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
A
Truthful
B
Honest
C
Deceitful
D
Sincere
উত্তরের বিবরণ
Veracious (Adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী
Synonyms (সমার্থক):
-
Exact → যথাযথ
-
Literal → আক্ষরিক
-
Faithful → বিশ্বস্ত
-
Honest → সৎ
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
Antonyms (বিপরীতার্থক):
-
Untrue → অসত্য
-
Dishonest → অসৎ
-
Improper → অনুপযুক্ত
-
Fraudulent → প্রতারণামূলক
-
Mendacious → দুষ্টু
Related Options:
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
-
Honest → সৎ
-
Deceitful → প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
-
Sincere → আন্তরিক; অকৃত্রিম
Other Forms:
-
Veraciously (adverb) → সত্যনিষ্ঠভাবে
-
Veracity [ভ্যার্যাসাটি] (noun, uncountable) → সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Source:

0
Updated: 21 hours ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 1 month ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago
Which word is an antonym of "tangential"?
Created: 4 days ago
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:

0
Updated: 4 days ago
We all pay ___ our mistakes in some way at some time.
Created: 1 week ago
A
on
B
for
C
in
D
to
Complete Sentence:
-
We all pay for our mistakes in some way at some time.
Pay for something (Phrasal Verb):
-
English Meaning: to be punished for doing something bad to someone else, or to suffer because of a mistake that you made.
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; ব্যয়বহন করা; দাম দেওয়া; মূল্য দেত্তয়া; ক্ষতিপূরণ করা; কষ্ট ভোগ করা; ব্যয়বহন করা
Example:
-
He tricked me and I'm going to make him pay for it!
উৎস:

0
Updated: 1 week ago