(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
A
Truthful
B
Honest
C
Deceitful
D
Sincere
উত্তরের বিবরণ
Veracious (Adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী
Synonyms (সমার্থক):
-
Exact → যথাযথ
-
Literal → আক্ষরিক
-
Faithful → বিশ্বস্ত
-
Honest → সৎ
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
Antonyms (বিপরীতার্থক):
-
Untrue → অসত্য
-
Dishonest → অসৎ
-
Improper → অনুপযুক্ত
-
Fraudulent → প্রতারণামূলক
-
Mendacious → দুষ্টু
Related Options:
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
-
Honest → সৎ
-
Deceitful → প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
-
Sincere → আন্তরিক; অকৃত্রিম
Other Forms:
-
Veraciously (adverb) → সত্যনিষ্ঠভাবে
-
Veracity [ভ্যার্যাসাটি] (noun, uncountable) → সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Source:
0
Updated: 1 month ago
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: ''Every'' man or woman ''should'' vote ''for'' the candidate of ''their'' choice.
Created: 2 months ago
A
Every (1)
B
should (2)
C
for (3)
D
their (4)
প্রশ্নে ভুল অংশ
বাক্যে ভুল হয়েছে their (4) অংশে।
কারণ
-
Every + singular noun হলে, তার পরবর্তী pronoun ও অবশ্যই singular হবে।
-
যেমন: Each, Each of, Anybody, Everyone, No one, One of— এদের পরে সর্বদা his/her (possessive adjective) ব্যবহৃত হয়।
সঠিক বাক্য
✅ Every man or woman should vote for the candidate of his or her choice.
বাংলা অর্থ
“প্রত্যেক পুরুষ বা মহিলার উচিত তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া।”
উৎস
-
Wren & Martin – High School English Grammar and Composition
-
Practical English Usage – Michael Swan
0
Updated: 2 months ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 2 months ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads
0
Updated: 2 months ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
বাক্য "We resurfaced the floor because it wasn't even" এ ‘even’ শব্দটি একটি adjective হিসেবে ব্যবহার হয়েছে, যা ফ্লোরের সমান বা সমতল না থাকার বিষয়টি বোঝাচ্ছে।
-
Even (adjective): ইংরেজিতে মানে হলো flat and smooth, বা একই স্তরে থাকা। বাংলায় অর্থ সমতল, মসৃণ বা ভারসাম্যপূর্ণ।
-
শব্দটি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন adjective, adverb, verb, তবে Be verb-এর পরে সাধারণত adjective বসে, তাই এখানে ‘even’ adjective।
-
Even (adverb): এটি ব্যবহৃত হয় কোনো বিষয় বিস্ময়কর, অপ্রত্যাশিত বা চরম ধরণের বোঝানোর জন্য। উদাহরণ: I don't even know where it is.
-
Even (verb): দুটি জিনিস সমান করার অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: That result evens the series at two games apiece.
-
প্রাচীন বা archaic অর্থে ‘Even’ noun হিসেবেও ব্যবহৃত হয়েছে। উদাহরণ: a member of an indigenous people living in the Kamchatka peninsula of eastern Siberia.
0
Updated: 1 month ago