[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে অপশন অনুসারে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।] ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
A
বাংলাদেশ
B
তুরস্ক
C
মালয়েশিয়া
D
মরক্কো
উত্তরের বিবরণ
[ চিহ্নিত উত্তরটি সঠিক নয়। এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ওআইসি সম্পর্কে হালনাগাদ তথ্য (সাম্প্রতিক উৎস যাচাই করে নিশ্চিত হওয়া উচিত)
বর্তমানে ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম তাহা, যিনি চাদ দেশের নাগরিক।
ওআইসি (Organisation of Islamic Cooperation) পরিচিতি
-
পূর্ণরূপ: Organisation of Islamic Cooperation
-
প্রকৃতি: এটি মুসলিম দেশসমূহের একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক সংস্থা।
-
প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোর রাবাতে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।
-
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ইসরাইলের দ্বারা পবিত্র আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় এই সংস্থার জন্ম।
-
প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো, ১৯৬৯।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ২৪টি দেশ।
-
বর্তমান সদস্য দেশ: ৫৭টি স্বাধীন রাষ্ট্র।
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
-
সরকারিভাষা: আরবি, ইংরেজি ও ফরাসি।
পূর্ণরূপ: Organisation of Islamic Cooperation
প্রকৃতি: এটি মুসলিম দেশসমূহের একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক সংস্থা।
প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে, মরক্কোর রাবাতে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ইসরাইলের দ্বারা পবিত্র আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় এই সংস্থার জন্ম।
প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো, ১৯৬৯।
প্রাথমিক সদস্য সংখ্যা: ২৪টি দেশ।
বর্তমান সদস্য দেশ: ৫৭টি স্বাধীন রাষ্ট্র।
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
সরকারিভাষা: আরবি, ইংরেজি ও ফরাসি।
বর্তমান মহাসচিব
-
নাম: ইব্রাহিম তাহা
-
মহাসচিব হিসেবে অবস্থান: ১২তম ও বর্তমান মহাসচিব
-
দেশ: চাদ
-
পূর্ব অভিজ্ঞতা: ২০১৭ সালে চাদের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নাম: ইব্রাহিম তাহা
মহাসচিব হিসেবে অবস্থান: ১২তম ও বর্তমান মহাসচিব
দেশ: চাদ
পূর্ব অভিজ্ঞতা: ২০১৭ সালে চাদের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোন ঘটনার প্রেক্ষাপটে OIC গঠিত হয়?
Created: 3 days ago
A
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ
B
আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
C
আরব বসন্ত
D
উপসাগরীয় যুদ্ধ
OIC (Organization of Islamic Cooperation)
-
পূর্ণরূপ: Organization of Islamic Cooperation (ইসলামিক সহযোগিতা সংস্থা)
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
প্রতিষ্ঠা: ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: ইসরায়েল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরা
-
বর্তমান সদস্য: ৫৭টি দেশ
-
বর্তমান মহাসচিব: হিসেইন ব্রাহীম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বাংলাদেশের অংশগ্রহণ: ১৯৭৪ সালে OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবার অংশগ্রহণ

0
Updated: 3 days ago
বর্তমানে ওআইসির মহাসচিব কে? [আগস্ট, ২০২৫]
Created: 4 days ago
A
আবদুস সালাম
B
হুসেইন ইব্রাহিম তাহা
C
ইউসুফ বিন আল-উসাইমিন
D
আবদুল্লাহ আল-ওসাইমি
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) হলো বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন, যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার পেছনের প্রধান কারণ ছিল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা। পরের বছর ১৯৭০ সালে জেদ্দায় প্রথমবারের মতো ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে স্থায়ী সচিবালয় জেদ্দায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার মূল লক্ষ্য হলো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং বিশ্বের দেড়শ কোটিরও বেশি মুসলমানের অধিকার ও স্বার্থ রক্ষা করা।
ওআইসির মূল তথ্য:
-
পুরো নাম: Organization of Islamic Co-operation (OIC)
-
প্রতিষ্ঠা: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
প্রথম স্থায়ী সচিবালয়: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৭
-
বর্তমান মহাসচিব: হুসেইন ইব্রাহিম তাহা (১২তম)

0
Updated: 4 days ago
OIC কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 6 days ago
A
১৯৪৫ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭১ সালে
D
১৯৭৪ সালে
OIC (Organization of Islamic Cooperation / ইসলামিক সহযোগিতা সংস্থা)
-
প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো
-
প্রতিষ্ঠার কারণ: জেরুজালেমের আল-আকসা মসজিদে অগ্নিসংযোগ (২১ আগস্ট, ১৯৬৯)
-
উদ্দেশ্য: মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা
-
সদস্য দেশ: মূলত মুসলিম রাষ্ট্রসমূহ
-
বাংলাদেশ যোগদান: ১৯৭৪, লাহোর শীর্ষ সম্মেলনে
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
দাপ্তরিক ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
সূত্র: OIC ওয়েবসাইট

0
Updated: 6 days ago