কোন গেট ব্যবহার করে যে কোনো Boolean ফাংশন বাস্তবায়ন করা যায়?

A


XOR

B



NOR

C



NAND

D



খ ও গ উভয়ই 

উত্তরের বিবরণ

img

NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয় কারণ এগুলোর সাহায্যে শুধুমাত্র নিজেই ব্যবহার করে যেকোনো Boolean ফাংশন তৈরি করা সম্ভব, যেমন AND, OR, NOT, XOR ইত্যাদি। লজিক গেইট হল এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট নিয়ে নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে একটি আউটপুট প্রদান করে।

  • লজিক গেইট হলো একটি ইলেকট্রনিক সার্কিট যা ইনপুট হিসেবে 1 এবং 0 গ্রহণ করে এবং নির্দিষ্ট লজিক অনুসারে আউটপুট দেয়।

  • লজিক গেইটের প্রধান তিনটি ধরনের গেইট হলো AND, OR এবং NOT

  • OR গেইট ব্যবহার করা হয় বুলিয়ান অ্যালজেব্রার যোগ (addition) সম্পাদনের জন্য।

  • AND গেইট ব্যবহার করা হয় বুলিয়ান অ্যালজেব্রার গুণ (multiplication) সম্পাদনের জন্য।

  • NOT গেইট ব্যবহার করা হয় বুলিয়ান অ্যালজেব্রার পূরক (complement) সম্পাদনের জন্য।

  • সার্বজনীন গেইট হলো এমন একটি গেইট যার মাধ্যমে শুধু নিজেই ব্যবহার করে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট এবং সার্কিট তৈরি করা সম্ভব।

  • NAND এবং NOR উভয়কে সার্বজনীন গেইট বলা হয়।

  • কারণ শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট ব্যবহার করে যেকোনো লজিক গেইট এবং সার্কিট বাস্তবায়ন করা যায়।

Unfavorite

0

Updated: 21 hours ago

Related MCQ

কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়? 

Created: 4 weeks ago

A

বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে

B

দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে 

C

এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে 

D

কোনোটিই নয়

Unfavorite

0

Updated: 4 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD