'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
উত্তরের বিবরণ
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:

0
Updated: 21 hours ago
কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?
Created: 3 weeks ago
A
শৈব
B
সৌর
C
দৈব
D
চৈত্র
উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বোঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।

0
Updated: 3 weeks ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 3 weeks ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 3 weeks ago
'ঋ' এর উচ্চারণস্থান কোনটি?
Created: 2 weeks ago
A
ওষ্ঠ্য
B
দন্ত্য
C
মূর্ধা
D
কণ্ঠ্য
বাংলা স্বরবর্ণ ঋ [রি]
-
অবস্থান: বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ।
-
উচ্চারণস্থান: মূর্ধা।
উচ্চারণের নিয়ম:
-
স্বাধীন ব্যবহারে: শব্দের শুরুতে কোনো বর্ণের সঙ্গে যুক্ত না হয়ে ব্যবহৃত হলে উচ্চারণ হয় 'রি'।
-
উদাহরণ: ঋণ, ঋষি
-
-
যদি অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয়: তখন ঋ-এর উচ্চারণ হয় র-ফলা।
-
উদাহরণ:
-
হৃদয় → হ্রিদয়
-
আদৃত → আদ্রিত
-
-
উচ্চারণস্থানের ভিত্তিতে ব্যঞ্জনবর্ণের বিভাজন:
বাকপ্রত্যঙ্গের সেই অংশ যেখানে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, সেটিই উচ্চারণস্থান। এর উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা হয়:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন
-
দন্ত্য ব্যঞ্জন
-
দন্তমূলীয় ব্যঞ্জন
-
মূর্ধন্য ব্যঞ্জন
-
তালব্য ব্যঞ্জন
-
কণ্ঠ্য ব্যঞ্জন
-
কণ্ঠনালীয় ব্যঞ্জন
উৎস:
-
অভিগম্য অভিধান
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago