'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
উত্তরের বিবরণ
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:
0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
(উৎস:
0
Updated: 1 month ago
'মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে -
Created: 1 month ago
A
তন্ময়
B
মন্ময়
C
মৃন্ময়
D
চিন্ময়
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী মৃণ্ময় একটি বিশেষণ, যার অর্থ মাটির তৈরি। এটি একটি তৎসম শব্দ। নিচে এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো।
-
মৃত্তিকার দ্বারা নির্মিত – মৃণ্ময়
-
তৃণাচ্ছাদিত ভূমি – শ্বাদল
-
নীল বর্ণ পদ্ম – ইন্দিবর
-
বুকে হেঁটে গমন করে যে – উরগ
0
Updated: 1 month ago
'সমাস' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
Created: 2 months ago
A
সম্ + √ অ + মস্
B
সম্ + √ অ + অস্
C
সম্ + √ অস্ + অ
D
সম্ + √ অস্
সমাস
ব্যুৎপত্তি:
‘সমাস’ শব্দের ব্যুৎপত্তি হলো – সম্ + √অস্ + অ।
সংজ্ঞা:
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একত্রিত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
অর্থ:
সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
সমাসের কাজ:
-
ভাষাকে সংক্ষেপ করা।
-
নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা।
-
শব্দ গঠন সহজ করা।
সমাস আলোচনার ক্ষেত্র:
সমাস মূলত শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago