'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
A
যুক্তিবিদ
B
যৌক্তিকতা
C
যুক্তিবাদী
D
যুক্তিবিদ্যা
উত্তরের বিবরণ
ইংরেজি Logic শব্দের বাংলা পরিভাষা হলো যুক্তিবিদ্যা, যার অর্থ বিতর্কশক্তি বা যৌক্তিক চিন্তাধারা।
-
Logical → যৌক্তিক, যুক্তিবাদী
-
Logicality → যৌক্তিকতা
-
Logician → যুক্তিবিদ
উৎস:
0
Updated: 1 month ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago
‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
যা কাঁচা তাই মিঠা
B
কাঁচা ও মিঠা
C
কাঁচা হয়েও মিঠা
D
কাঁচা যে মিঠা
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, যা কাঁচা তাই মিঠা = কাঁচামিঠা।
0
Updated: 2 months ago
'জোরে জোরে বাতাস করো।' বাক্যে 'জোরে জোরে' কোন ধরেনের দ্বিত্ব?
Created: 1 month ago
A
পুনরাবৃত্ত দ্বিত্ব
B
অনুকার দ্বিত্ব
C
ধ্বন্যাত্মক দ্বিত্ব
D
কোনোটিই নয়
পুনরাবৃত্ত দ্বিত্ব হলো এমন দ্বিত্ব যেখানে একই শব্দ পুনরায় আবৃত্ত হয়। এটি বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত—দুই রূপেই হতে পারে।
উদাহরণ: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।
শব্দদ্বিত্বের প্রকারভেদ তিনটি:
১. অনুকার দ্বিত্ব
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব
অনুকার দ্বিত্ব:
যখন পরপর দুটি শব্দ কাছাকাছি গঠন বা উচ্চারণে মিল রেখে ব্যবহৃত হয়, তখন তাকে অনুকার দ্বিত্ব বলা হয়।
উদাহরণ: অঙ্ক-টঙ্ক, আম-টাম, কেক-টেক, ঘর-টর ইত্যাদি।
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
প্রাকৃতিক কোনো ধ্বনির অনুকরণে যে দ্বিত্ব শব্দ গঠিত হয়, তাকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক ইত্যাদি।
0
Updated: 1 month ago