শাহ মুহম্মদ সগীর কার শাসন আমলে 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন?


A

শামসউদ্দিন ইলিয়াস শাহ


B

আলাউদ্দিন হোসেন শাহ


C

গিয়াসউদ্দিন আজম শাহ


D

ফখরুদ্দিন মুবারক শাহ


উত্তরের বিবরণ

img

• ইউসুফ-জোলেখা কাব্য:
- 'ইউসুফ-জোলেখা' শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনি কাব্যগ্রন্থ যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।

- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।

- বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন। শাহ মুহম্মদ সগীর কোরান ও ফেরদৌসির কাছ থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।

- তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সঙ্গে বিয়ে হয়। ক্রীতদাস ইউসুফের (নবি) প্রতি প্রেমাসক্ত হয়ে জোলেখা তাকে আকর্ষণ করে। নানা ঘটনায় ইউসুফ মিশরের অধিপতি হয় এবং তার মনেরও পরিবর্তন ঘটে। ধর্মান্তরের মধ্য দিয়ে ইউসুফ-জোলেখার মিলন হয়। সুফিরা ইউসুফকে পরমাত্মা জোলেখাকে জীবাত্মার প্রতীক বিবেচনা করেন। সর্গীরও তাই করেছেন। তবে বর্ণনায় প্রেমের আবহটি প্রধান হয়েছে।

- সগীর ছাড়া একই কাহিনি নিয়ে আবদুল হাকিম, গরীবুল্লাহ, ফকির মুহম্মদ প্রমুখ কাব্য লিখেছেন। তবে এ কাব্য শাহ মুহম্মদ সগীরই প্রথম লেখেন।

উৎস: 

Unfavorite

0

Updated: 21 hours ago

Related MCQ

বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কীভাবে?

Created: 5 days ago

A

কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী

B

অর্থ ও ভাব অনুযায়ী

C

বর্গ বা গুচ্ছ আকারে

D

স্বাধীন পদের পরিচয় নিয়ে

Unfavorite

0

Updated: 5 days ago

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

Created: 3 weeks ago

A

কেকী

B

শিখণ্ডী

C

উরগ

D

বর্হী

Unfavorite

0

Updated: 3 weeks ago

'ইতরবিশেষ’ বলতে বােঝায়—

Created: 1 week ago

A

দুর্বৃত্ত

B

চালাকি

C

পার্থক্য

D

অপদার্থ

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD