Choose the correct answer. How long did you wait?
A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
উত্তরের বিবরণ
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।
0
Updated: 5 months ago
What is the synonym of 'Jovial'?
Created: 5 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।
0
Updated: 5 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The womens is in the park.
B
The women are in the park.
C
The womens are in the park.
D
The women is in the park.
সঠিক উত্তর হলো খ) The women are in the park।
-
Woman মানে একজন মহিলা (singular)
-
Women মানে একাধিক মহিলা (plural)
-
ইংরেজিতে "womens" বলে কোনো শব্দ নেই, তাই এটি ভুল
-
যেহেতু subject হলো women (plural), তাই verb হবে are
-
সুতরাং সঠিক বাক্য হলো: The women are in the park
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 1 month ago
A
The meeting had started before the guests arrived.
B
The meeting started before the guests arrived.
C
The meeting will start before the guests arrived.
D
The meeting is starting before the guests arrived.
Correct Answer: The meeting had started before the guests arrived.
-
অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
-
Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য সাধারণত Past Perfect Tense হয়।
-
Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
-
Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
Example: I shall have done the sum before he comes. -
ভুল অপশন বিশ্লেষণ:
খ) The meeting started before the guests arrived → ভুল। Simple past tense, কিন্তু prior action বোঝাতে Past Perfect ব্যবহার করা উচিত।
গ) The meeting will start before the guests arrived → ভুল। "Will start" future tense বোঝায়, কিন্তু বাক্যের context অতীত।
ঘ) The meeting is starting before the guests arrived → ভুল। "Is starting" present continuous tense, যা context এর সাথে মিলে না।
0
Updated: 1 month ago