প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
A
কুল
B
দাম
C
নিচয়
D
আবলি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন গঠনের জন্য বিভিন্ন বহুবচন পদ ব্যবহৃত হয়। এছাড়া বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে বিশেষ বহুবচন লগ্নকও ব্যবহৃত হয়।
-
প্রাণিবাচক শব্দের সঙ্গে বহুবচন:
কুল → কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল
সকল → পর্বতসকল, মনুষ্যসকল
সব → ভাইসব, পাখিসব
সমূহ → বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ -
বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে বহুবচন লগ্নক:
আবলি → পুস্তকাবলি
গুচ্ছ → কবিতাগুচ্ছ
দাম → কুসুমদাম, পুষ্পদাম
নিকর → কমলনিকর
পুঞ্জ → মেঘপুঞ্জ
মালা → পর্বতমালা
রাজি → তারকারাজি
রাশি → বালিরাশি
নিচয় → কুসুমনিচয়
উৎস:
0
Updated: 1 month ago
'হেসে ওঠা' কোন প্রকার ক্রিয়ার উদাহরণ?
Created: 2 months ago
A
সরল ক্রিয়া
B
সংযােগ ক্রিয়া
C
যৌগিক ক্রিয়া
D
নাম ক্রিয়া
যৌগিক ক্রিয়া
-
সংজ্ঞা: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি একক ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়।
উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
-
বেঁধে দেওয়া
-
বুঝে নেওয়া
-
বলে ফেলা
-
করে তোলা
-
চেপে রাখা
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–
Created: 2 months ago
A
তত্ত্ববোধিনী
B
কল্লোল
C
সবুজ পত্র
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত, কল্লোল - দীনেশরঞ্জন দাস, ধূমকেতু - কাজী নজরুল ইসলাম, সবুজপত্র - প্রমথ চৌধুরী। সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশ ঘটে।
0
Updated: 2 months ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago