'আ' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
A
অর্ধ-সংবৃত
B
বিবৃত
C
অর্ধ-বিবৃত
D
সংবৃত
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত করা হয়।
-
সংবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট কম খোলে।
উদাহরণ: [ই], [উ] -
অর্ধ-সংবৃত স্বরধ্বনি:
উদাহরণ: [এ], [ও] -
অর্ধ-বিবৃত স্বরধ্বনি:
উদাহরণ: [অ্যা], [অ] -
বিবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে।
উদাহরণ: [আ]
উৎস:

0
Updated: 21 hours ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
অনির্বচ্যনীয়
B
অনির্বাচ্যনীয়
C
অনির্বচনীয়
D
অনির্বাচনীয়
অনির্বচনীয়
-
শুদ্ধ বানান: অনির্বচনীয়
-
পদভেদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
বর্ণনাতীত
-
অবর্ণনীয়
স্ত্রীবাচক রূপ: অনির্বচনীয়া
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'দুর্যোগ' শব্দটি গঠিত হয়েছে-
Created: 2 weeks ago
A
সন্ধি দ্বারা
B
প্রত্যয় দ্বারা
C
সমাস দ্বারা
D
সমাস দ্বারা
• 'দুর্যোগ' একটি সন্ধি সাধিত শব্দ।
• দুর্যোগ (বিশেষ্য পদ),
- সন্ধি বিচ্ছেদ: দুঃ + যোগ।
অর্থ:
- ঝড় ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়।
- দুঃসময়, দুর্দিন।
- কল্পিত দুষ্টগ্রহের যোগ।
• বিসর্গ সন্ধির নিয়ম:
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়।যেমন:
দুঃ + যোগ = দুর্যোগ,
নিঃ + আকার = নিরাকার,
আবিঃ + ভাব = আবির্ভাব,
আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
২৫ টি
B
৩০ টি
C
৩২ টি
D
৩৭ টি
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [ অ্যা], [আ], [অ], [ও], উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ] [স], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 2 weeks ago