A
এক জাতীয় ধাতব পাত্র
B
সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
C
একজাতীয় গুচ্ছবোমা
D
এক ধরনের খেলনা
উত্তরের বিবরণ
হ্যারি পটার শিশু-কিশোর সাহিত্যের ইতিহাসে একটি বিপ্লবী নাম, যা সাম্প্রতিক যুগে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটি। এটি মূলত সাত খণ্ডের এক কল্পনাপ্রবণ উপন্যাস সিরিজ, যার স্রষ্টা ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং।
এই সিরিজের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে, এবং শেষ হয় ২০০৭ সালে। প্রতিটি খণ্ডই পাঠক হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয়। শুরুটা হয় Harry Potter and the Philosopher’s Stone উপন্যাস দিয়ে, আর শেষ খণ্ড হিসেবে প্রকাশিত হয় Harry Potter and the Deathly Hallows।
২০০১ সালের ১৬ নভেম্বর তারিখে মুক্তি পায় এই সিরিজের প্রথম চলচ্চিত্র, যা বইটির মতোই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। সিনেমা সংস্করণে হ্যারি পটার, রন উইজলি এবং হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রগুলোতে অভিনয় করেন যথাক্রমে ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট এবং এমা ওয়াটসন। মূল চরিত্রের জন্য লেখিকা জে. কে. রাউলিং নিজ হাতে বেছে নিয়েছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফকে।
জে. কে. রাউলিং-এর জন্ম ইংল্যান্ডে, ১৯৬৫ সালে। ১৯৯০ সালে ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার একটি ট্রেনযাত্রায় তাঁর মনে প্রথম হ্যারি পটারের চরিত্রটি উদ্ভব হয়। সেই যাত্রার সময়ই তিনি গল্প লেখার খসড়া তৈরি করতে শুরু করেন।
বর্তমানে এই সিরিজের বইগুলো ৬৫টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে প্রায় ৪০ কোটিরও বেশি কপি, যা এটিকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় সাহিত্যে পরিণত করেছে।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
সালমান রুশদী
B
কুলদ্বীপ নায়ার
C
হ্যান্স রিক্স
D
হিলারি ক্লিনটন
‘Disarming Iraq’ গ্রন্থের লেখক হলেন হ্যান্স ব্লিক্স।
ড. হ্যান্স ব্লিক্স ছিলেন সুইডেনের একজন বিশিষ্ট কূটনীতিক, রাজনীতিবিদ ও লেখক। তিনি সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। পাশাপাশি, ১৯৬১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সুইডেনের প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে তার অবদান আরও বিস্তৃত। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন, যা বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় তার নেতৃত্বকে আরও দৃঢ় করে তোলে।
তার লেখনীও উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে আলোচিত তার গ্রন্থ ‘Disarming Iraq’ এ তিনি ইরাকে অস্ত্র নিরস্ত্রীকরণ সম্পর্কিত জটিল ও সংবেদনশীল বিষয়গুলো বিশ্লেষণ করেছেন।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 week ago