কোনটি উর্দু উপসর্গ?
A
বর
B
দর
C
গর
D
হর
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় শুধু দেশীয় নয়, বিদেশি ভাষারও বহু শব্দ এবং উপসর্গ প্রচলিত হয়েছে। আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি ভাষার এসব উপসর্গ দীর্ঘকাল ধরে বাংলায় ব্যবহৃত হয়ে আসছে। এগুলোকে নির্দিষ্টভাবে শ্রেণিবদ্ধ করা যায় না, তাই এদের বলা হয় বিদেশি উপসর্গ।
-
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের
-
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
-
উর্দু উপসর্গ: হর
-
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ
উৎস:

0
Updated: 21 hours ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 1 month ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
মধ্যস্বর লোপ পেয়েছে নিচের কোন উদাহরণে?
Created: 1 month ago
A
আশা > আশ
B
আজি > আজ
C
অগুরু > অগ্র
D
উদ্ধার > উধার > ধার
সম্প্রকর্ষ বা স্বরলোপ
যখন কোনো শব্দ দ্রুত উচ্চারণ করার কারণে তার শুরু, মাঝখান বা শেষে থাকা কোনো স্বরধ্বনি (অ, আ, ই ইত্যাদি) হারিয়ে যায়, তখন তাকে সম্পরকর্ষ বা স্বরলোপ বলা হয়।
উদাহরণ:
-
বসতি → বস্তি,
-
জানালা → জান্লা।
• আদি স্বরলোপ:
শব্দের শুরুর স্বর যদি বাদ যায়, তখন তাকে আদি স্বরলোপ বলে।
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ,
-
উদ্ধার → উধার → ধার।
• মধ্যস্বর লোপ:
শব্দের মাঝখানে থাকা স্বর বাদ গেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
অগুরু → অগ্র,
-
সুবর্ণ → স্বর্ণ।
• অন্ত্যস্বর লোপ:
শব্দের শেষের স্বর বাদ পড়লে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
আশা → আশ,
-
আজি → আজ,
-
চারি → চার,
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 21 hours ago
A
যুক্তিবিদ
B
যৌক্তিকতা
C
যুক্তিবাদী
D
যুক্তিবিদ্যা
ইংরেজি Logic শব্দের বাংলা পরিভাষা হলো যুক্তিবিদ্যা, যার অর্থ বিতর্কশক্তি বা যৌক্তিক চিন্তাধারা।
-
Logical → যৌক্তিক, যুক্তিবাদী
-
Logicality → যৌক্তিকতা
-
Logician → যুক্তিবিদ
উৎস:

0
Updated: 21 hours ago