'জুডো' কোন ভাষার শব্দ?
A
জাপানি
B
স্প্যানিশ
C
চীনা
D
কোরিয়ান
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দের মতোই জাপানি ভাষা থেকেও কিছু শব্দ এসেছে। এর মধ্যে একটি হলো জুডো, যা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়।
-
জুডো (বিশেষ্য পদ): শব্দটি জাপানি ভাষা থেকে আগত। এর অর্থ হলো খালি হাতে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য প্রতিপক্ষের শক্তি ও ওজন ব্যবহার করে আত্মরক্ষার জাপানি কসরত।
-
জাপানি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ:
রিকশা, ক্যারাটে
উৎস:

0
Updated: 21 hours ago
'আগুন' শব্দের প্রতিশব্দ-
Created: 6 days ago
A
অহি
B
পাবক
C
ফুরসত
D
অলক
আগুন শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
ফুরসত = অবকাশ
-
অলক = চুল
-
অহি = সাপ
উৎস:

0
Updated: 6 days ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
অনির্বচ্যনীয়
B
অনির্বাচ্যনীয়
C
অনির্বচনীয়
D
অনির্বাচনীয়
অনির্বচনীয়
-
শুদ্ধ বানান: অনির্বচনীয়
-
পদভেদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
বর্ণনাতীত
-
অবর্ণনীয়
স্ত্রীবাচক রূপ: অনির্বচনীয়া
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
ফররুখ আহমদের সনেট সংকলন কোনটি?
Created: 21 hours ago
A
নৌফেল ও হাতেম
B
মুহূর্তের কবিতা
C
সিরাজাম মুনীরা
D
হাতেমতায়ী
• মুহূর্তের কবিতা:
- ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি/ মুসলিম জাগরণের কবি ফররুখ আহমদের সনেট সংকলন - মুহূর্তের কবিতা।
- গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- এতে মোট ৯৩টি সনেট কবিতা রয়েছে যা শেক্সপীরিয়-পেত্রার্কীয় রীতিতে ৬৮ অক্ষর চরণ মাত্রায় রচিত।
- উল্লেখযোগ্য কবিতা: মুহূর্তের কবিতা, অশান্ত পৃথিবী, পরিচিতি, ধানের কবিতা ইত্যাদি।
--------------------
• ফররুখ আহমদ:
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্ম গ্রহণ করেন।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে 'লাশ' কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভকরেন।
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।
উৎস:

0
Updated: 21 hours ago