ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ০.৫ ডিগ্রি অতিক্রম করে। ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে?
A
৬০ ডিগ্রি
B
৩০ ডিগ্রি
C
১৫ ডিগ্রি
D
৪৫ ডিগ্রি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ০.৫ ডিগ্রি অতিক্রম করে। ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করবে?
সমাধান:
ঘণ্টার কাঁটা ১ মিনিটে অতিক্রম করে = ০.৫ ডিগ্রি
∴ ঘণ্টার কাঁটা ৬০ মিনিটে অতিক্রম করে = ০.৫ × ৬০ ডিগ্রি
= ৩০ ডিগ্রি।
0
Updated: 1 month ago
Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Created: 1 month ago
A
9 minutes
B
12 minutes
C
10 minutes
D
16 minutes
Question: Two pipes A and B can fill the tank in 24 and 36 minutes, respectively. Both the pipes are opened together. After how many minutes should the pipe B be turned off, so that the tank be fill in 18 minutes?
Solution:
Given that,
Pipe A fills the tank in 24 minutes.
Pipe B fills the tank in 36 minutes.
Total time to fill the tank = 18 minutes.
Now,
LCM of 24 and 36 = 72 (Total capacity of the tank).
Efficiency of pipe A = 72/24 = 3 units/minute.
Efficiency of pipe B = 72/36 = 2 units/minute.
Let,
pipe B be turned off after x minutes.
Pipe A works for 18 minutes.
Pipe B works for x minutes.
Work done by A in 18 minutes = 3 × 18 = 54 units.
Work done by B in x minutes = 2x = 2x units.
Total work done = 54 + 2x = 72
⇒ 2x = 72 - 54
⇒ 2x = 18
⇒ x = 18/2
∴ x = 9
∴ Pipe B should be turned off after 9 minutes.
0
Updated: 1 month ago
যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
Created: 1 month ago
A
শনিবার
B
মঙ্গলবার
C
সোমবার
D
বুধবার
প্রশ্ন: যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
সমাধান:
আগামী পরশুদিন শুক্রবার হলে আজ হলো বুধবার ।
সুতরাং গতকাল ছিলো মঙ্গলবার।
মঙ্গলবার (গতকাল) - বুধবার (আজ) - বৃহস্পতিবার (আগামীকাল) - শুক্রবার (আগামী পরশুদিন)
0
Updated: 1 month ago
২০৪১ সালের ৭ জানুয়ারি সোমবার হলে ঐ বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী বারে পালিত হবে?
Created: 1 month ago
A
সোমবার
B
মঙ্গলবার
C
বৃহস্পতিবার
D
শনিবার
প্রশ্ন: ২০৪১ সালের ৭ জানুয়ারি সোমবার হলে ঐ বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী বারে পালিত হবে?
সমাধান:
২০৪১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বৃহস্পতিবার ।
জানুয়ারি মাস = ৩১ দিন
∴ ৩১ জানুয়ারি - ৭ জানুয়ারি = ২৪ দিন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস = ২১ ফেব্রুয়ারি
অর্থাৎ মধ্যবর্তী দিনসংখ্যা = ২৪ + ২১ = ৪৫ দিন
৭ ) ৪৫ ( ৬
৪২
____________
৩
ভাগশেষ = ৩
∴ ৭ জানুয়ারি সোমবার হলে ২১ ফেব্রুয়ারি হবে = সোমবার + ৩ দিন = বৃহস্পতিবার
0
Updated: 1 month ago