কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭৫° হলে অপর কোণের মান কত?
A
৭৫°
B
৯৫°
C
১০৫°
D
১২৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ৭৫° হলে অপর কোণের মান কত?
সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের একটি কোণ = ৭৫°
আমরা জানি,
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি = ১৮০°
∴ সামান্তরিকের অপর কোণ = (১৮০ - ৭৫)°
= ১০৫° ।

0
Updated: 22 hours ago
কোনো অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে অষ্টভুজটির ক্ষেত্রফল কত? (যেখানে √২ = ১.৪১)
Created: 6 days ago
A
১২৭.৩০ বর্গসে.মি.
B
১৫৪.২৪ বর্গসে.মি.
C
১৬৫.৭৮ বর্গসে.মি.
D
২১০.৭৮ বর্গসে.মি.
প্রশ্ন: কোনো অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে অষ্টভুজটির ক্ষেত্রফল কত? (যেখানে √২ = ১.৪১)
সমাধান:
অষ্টভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য = ৪√২ সে.মি.
∴ অষ্টভুজটির ক্ষেত্রফল = ২a২(১ + √২) বর্গসে.মি.
= ২ × (৪√২)২ × (১ + √২)
= ২ × (১৬ × ২) × (১ + √২)
= ৬৪(১ + √২)
= ৬৪(১ + ১.৪১)
= ৬৪ × ২.৪১
= ১৫৪.২৪ বর্গসে.মি.

0
Updated: 6 days ago
A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?
Created: 20 hours ago
A
920 sq. cm.
B
1248 sq. cm.
C
1080 sq. cm.
D
1386 sq. cm.
Question: A circle and a rectangle have the same perimeter. The sides of the rectangle are 20 cm and 46 cm. What is the area of the circle?
Solution:
আয়তক্ষেত্রটির পরিসীমা = 2 × (20 + 46) সেমি
= 132 সেমি।
যেহেতু বৃত্তের পরিধি ও আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাই বৃত্তের পরিধিও 132 সেমি।
বৃত্তের পরিধি, C = 2πr
⇒ 2πr = 132
⇒ r = 132/(2 × 22/7)
∴ r = 21 সেমি।
বৃত্তের ক্ষেত্রফল, A = πr2
= (22/7) × (21)2
= 1386 বর্গ সেমি।
সুতরাং, বৃত্তটির ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেমি।

0
Updated: 20 hours ago
A cube has a total surface area of 294 square meters. What is the length of its diagonal?
Created: 5 days ago
A
7√3 m
B
7 m
C
5√3 m
D
6√2 m
Question: A cube has a total surface area of 294 square meters. What is the length of its diagonal?
Solution:
আমরা জানি, একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
প্রশ্নমতে, 6a2 = 294
⇒ a2 = 294/6
⇒ a2 = 49
⇒ a = √49
⇒ a = 7 মিটার।
আমরা জানি,
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
এখানে, a = 7
সুতরাং, কর্ণের দৈর্ঘ্য = 7√3 মিটার।
সুতরাং, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হলো 7√3 মিটার।

0
Updated: 5 days ago