উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর কততম রাউন্ড?
A
৬ষ্ঠ
B
৮ম
C
৫ম
D
৭ম
উত্তরের বিবরণ
উরুগুয়ে রাউন্ড ছিল সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তি (GATT)-এর ইতিহাসে অষ্টম ও সর্বশেষ বাণিজ্য আলোচনা রাউন্ড, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় আমূল সংস্কার এনেছিল।
উরুগুয়ে রাউন্ড ছিল GATT-এর অষ্টম ও শেষ বাণিজ্য আলোচনার রাউন্ড।
এই রাউন্ডের আলোচনা ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চলমান ছিল।
আলোচনা শেষে ১৯৯৪ সালের ১৫ এপ্রিল GATT চুক্তিটি সংশোধন করা হয়।
১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT কে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে রূপান্তরিত করা হয়।
এই রাউন্ড বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার আনে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শুল্ক হ্রাস, সেবা খাত (GATS) এবং মেধাস্বত্ব (TRIPS) সহ বাণিজ্য নিয়মের সম্প্রসারণ, এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠা।

0
Updated: 23 hours ago
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সংস্থার উত্তরসূরি?
Created: 2 weeks ago
A
UNCTAD
B
GATT
C
ITC
D
IMF
WTO (World Trade Organization)
• প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫
• পূর্বসূরী: General Agreement on Tariffs and Trade (GATT)
• সদস্য সংখ্যা: ১৬৬টি দেশ (আগস্ট ২০২৫), এছাড়া ইউরোপীয় ইউনিয়নও সদস্য
• বাংলাদেশের সদস্যপদ: ১ জানুয়ারি, ১৯৯৫
• সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• কার্যক্রম: আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, শুল্ক ও বাণিজ্য নীতি নির্ধারণ
• বিশেষত্ব: GATT-এর উত্তরসূরী হিসেবে গঠিত এবং বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
সূত্র: WTO ওয়েবসাইট ও Britannica

0
Updated: 2 weeks ago
GATT-এর পূর্ণরূপ কী?
Created: 23 hours ago
A
Global Agreement on Trade and Tariffs
B
General Agreement on Tariffs and Trade
C
General Arrangement on Tariffs and Trade
D
General Agreement on Tariffs and Tax
জিএটিটি (GATT) ছিল একটি বহুপাক্ষিক চুক্তি যা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন ও শুল্ক হ্রাস করার জন্য তৈরি করা হয়েছিল। এটি পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে রূপান্তরিত হয়। এই চুক্তি সম্পর্কিত মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো:
GATT-এর পূর্ণরূপ হলো General Agreement on Tariffs and Trade।
এই চুক্তিটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালের ৩০ অক্টোবর।
প্রাথমিকভাবে ২৩টি দেশের রাষ্ট্রপ্রধান সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ন্যাশনস প্রাসাদে (Palais des Nations) GATT দলিলে স্বাক্ষর করেন।
চুক্তিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৪৮ সালের ১ জানুয়ারি।
উরুগুয়ে রাউন্ড নামক দীর্ঘ আলোচনা শেষে ১৯৯৪ সালের ১৫ এপ্রিল GATT চুক্তিটি সংশোধন করা হয়।
১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT চুক্তিটি বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে রূপান্তরিত হয়।
GATT-এর প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বাধা হ্রাস করা এবং বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি কাঠামো প্রদান করা।

0
Updated: 23 hours ago
WTO (World Trade Organization)-এর সদর দপ্তর কোথায়?
Created: 23 hours ago
A
প্যারিস, ফ্রান্স
B
জেনেভা, সুইজারল্যান্ড
C
ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
D
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো।
WTO-এর পূর্ণরূপ হলো World Trade Organization।
WTO-এর পূর্বসূরি সংস্থা ছিল GATT (General Agreement on Tariffs and Trade)।
এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
WTO ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
আগস্ট ২০২৫ পর্যন্ত এর সদস্য সংখ্যা ১৬৬টি।
সর্বশেষ সংযুক্ত সদস্য হলো তিমুর লাস্তে, যা আগস্ট ২০২৫ সালে যোগদান করেছে।
WTO-এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।

0
Updated: 23 hours ago