Android অপারেটিং সিস্টেম কোন ভাষায় তৈরি?
A
C++
B
Java
C
Python
D
JavaScript
উত্তরের বিবরণ
Android অপারেটিং সিস্টেম মূলত Java প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং এর SDK ও API-গুলোও Java-ভিত্তিক। এটি একটি লিনাক্স ভিত্তিক, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা গুগল দ্বারা তৈরি এবং মাল্টি ইউজার সাপোর্ট করে।
-
অ্যান্ড্রয়েড ২০০৮ সালে চালু হয়।
-
এটি গুগলের একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
-
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারণত Java ভাষায় লেখা হয়।
-
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইলের এক্সটেনশন হলো .apk, যার পূর্ণরূপ Android Application Package।
-
Android একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
-
Android OS ব্যবহৃত প্রথম ফোন ছিল T-Mobile G1, যা HTC Dream নামে বেশি পরিচিত।
0
Updated: 1 month ago
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
Created: 1 month ago
A
ফাইল ডিলিট করা
B
ফাইল কপি করা
C
ফাইল এনক্রিপশন করা
D
ফাইল তৈরি করা
ফাইল এনক্রিপশন হলো অপারেটিং সিস্টেমের কাজ নয়। এটি সাধারণত বিশেষায়িত সফটওয়্যার বা নিরাপত্তা প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন হয়।
• অপারেটিং সিস্টেম:
-
অপারেটিং সিস্টেম হলো একটি প্রোগ্রামসমষ্টি যা ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যক্রম সমন্বয় করে এবং সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনা করে।
• অপারেটিং সিস্টেমের কাজ:
-
ফাইল তৈরি, অ্যাক্সেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করা।
-
প্রধান মেমোরিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আনা এবং কার্যকরভাবে চালানো।
0
Updated: 1 month ago
কোনটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম?
Created: 1 month ago
A
MS Office
B
Payroll systems
C
Banking software
D
Electronic commerce
MS Office হলো একটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম, যা বিভিন্ন দৈনন্দিন কাজ সহজে সম্পাদনে সহায়তা করে।
• সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম:
-
এটি বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি সফটওয়্যার বা প্রোগ্রাম।
-
ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে সফটওয়্যার প্রদান করে, তা সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম হিসেবে পরিচিত।
-
উদাহরণ:
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং
-
MS Excel – হিসাব-নিকাশ ও ডেটা প্রক্রিয়াকরণ
-
MS Access – ডেটাবেস ব্যবস্থাপনা
-
-
মূলত কম্পিউটার ব্যবহারকারীরা দৈনন্দিন সমস্যার সমাধান করার জন্য এসব প্রোগ্রাম ব্যবহার করেন।
• উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম:
-
MS Office
-
Internet Explorer
-
Netscape Navigator
-
Netscape Communicator
-
ইলেকট্রনিক মেইল
-
PageMaker
-
Photoshop
-
Illustrator ইত্যাদি
• সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম:
-
ব্যাংকিং সফটওয়্যার
-
ইলেকট্রনিক কমার্স সফটওয়্যার
-
Payroll System ইত্যাদি
0
Updated: 1 month ago
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
Created: 2 months ago
A
C
B
DOS
C
CP/M
D
XENIX
কম্পিউটার প্রোগ্রামিং ও অপারেটিং সিস্টেম
সি প্রোগ্রামিং ভাষা
-
সি হলো একটি প্রোগ্রামিং ভাষা, যা তৈরি করেছেন ডেনিস রিচি।
অপারেটিং সিস্টেম (OS)
-
অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার যা হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে সংযোগ তৈরি করে।
-
কম্পিউটার চালু করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সমস্ত কার্যক্রম অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে চলে।
অপারেটিং সিস্টেমের ধরন
-
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
-
এক সময়ে একজন ব্যবহারকারী OS ব্যবহার করতে পারে।
-
এটিকে সিঙ্গেল টাস্কিং OSও বলা হয়।
-
উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98।
-
-
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম
-
একাধিক ব্যবহারকারী একসাথে OS ব্যবহার করতে পারে।
-
উদাহরণ: Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux।
-
XENIX হলো UNIX-এর একটি সংস্করণ।
-
-
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম
-
কমান্ড লাইন ব্যবহার করে কাজ করতে হয়, যেমন ফাইল ব্যবস্থাপনা, ডিস্ক ফরম্যাটিং ইত্যাদি।
-
উদাহরণ: Linux, Unix, MS-DOS, PC-DOS, CP/M।
-
-
চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
-
গ্রাফিক বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা হয়।
-
উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS।
-
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago