বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
A
নিউইয়র্কে
B
শিকাগোতে
C
টোকিওতে
D
লন্ডনে
উত্তরের বিবরণ
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে অবস্থিত।
জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
Landmark Tower:
- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে ইয়োকোহামা শহরে অবস্থিত।
- টোকিও টাওয়ারের উচ্চতা ২৯৬ মিটার।
- ১৯৯৩ সালে টাওয়ারটি তৈরি করা হয়।
উৎস: i) Britannica.
ii) Web Japan.
0
Updated: 3 months ago
নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয় কোথায়?
Created: 2 months ago
A
জাপান
B
সুইডেন
C
কেনিয়া
D
ফ্রান্স
নাগোয়া প্রটোকল (Nagoya Protocol)
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
সংজ্ঞা: জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি
-
গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০
-
স্থান: নাগোয়া, জাপান
-
কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪
-
উদ্দেশ্য:
-
জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য ও ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা
-
জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা
-
উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট
0
Updated: 2 months ago
জাপানের আইনসভার নাম কী?
Created: 2 months ago
A
স্টোরটিং
B
C
ডায়েট
D
ফোকেটিং
জাপানের আইনসভা (ডায়েট)
-
জাপানের জাতীয় আইনসভা বা সংসদকে ‘ডায়েট’ বলা হয়।
-
এটি দুই কক্ষ বিশিষ্ট:
-
নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives)
-
উচ্চকক্ষ: হাউস অব কাউন্সিলরস (House of Councillors)
-
-
উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
-
সদস্য সংখ্যা:
-
প্রতিনিধি সভা: ৫১১
-
হাউস অব কাউন্সিলরস: ২৫২
-
-
মেয়াদ:
-
প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন
-
হাউস অব কাউন্সিলরস-এর সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন
-
অন্য দেশের সংসদ:
-
স্টোরটিং (Storting): নরওয়ের সংসদ
-
নেসেট (Knesset): ইসরায়েলের সংসদ
-
ফোকেটিং (Folketing): ডেনমার্কের সংসদ
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
Created: 2 months ago
A
জার্মান
B
রাশিয়া
C
জাপান
D
ইতালি
• পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক আক্রমণ চালায়।
-
এই আক্রমণের অন্যতম কারণ ছিল— চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে জাপানের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবার আক্রমণকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা হিসেবে ধরা হয়।
-
আক্রমণের মাত্র কয়েকদিন পর হিটলার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, ফলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় সংঘাতেও জড়িয়ে পড়ে।
-
তবে, ডানকার্কের সিদ্ধান্তের মতো এখানেও হিটলারের যুক্তি স্পষ্ট ছিল না।
-
কারণ, সে সময়ে সোভিয়েত ইউনিয়নে জার্মানির অনিশ্চিত অবস্থা ছিল এবং পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানো খুব একটা যৌক্তিক ছিল না।
-
যাই হোক, এর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধক্ষেত্রে সরাসরি জড়িয়ে পড়ে।
উৎস: worldatlas.com ✅
0
Updated: 2 months ago