USMCA চুক্তির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি সঠিক?
A
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
B
সামরিক জোট সম্প্রসারণ
C
মহাকাশ গবেষণা সহযোগিতা
D
পারমাণবিক অস্ত্র বিস্তার
উত্তরের বিবরণ
USMCA হল একটি তিন দেশের মুক্ত বাণিজ্য চুক্তি যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে সুসংহত করতে তৈরি করা হয়েছে। এটি পূর্ববর্তী NAFTA চুক্তির পরিবর্তে আধুনিককরণ ও বাণিজ্যিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে।
-
পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement
-
ধরন: মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement)
-
সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২০
-
পূর্ববর্তী চুক্তি: NAFTA (North American Free Trade Agreement), যা ১৯৯৪ সালে কার্যকর হয়েছিল
-
NAFTA কার্যকর হওয়ার পর বিভিন্ন বাণিজ্যিক অসুবিধা ও সমস্যা দেখা দেয়
-
এই সমস্যা সমাধান ও চুক্তি আধুনিক করার জন্য ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়
-
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে USMCA-এর FDI (স্টক) ছিল $৬২৩.১ বিলিয়ন
USMCA চুক্তির মূল বৈশিষ্ট্যগুলো:
-
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
-
কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন
-
শ্রমিক অধিকার সংরক্ষণ
-
বুদ্ধিজীবী সম্পত্তি সুরক্ষা

0
Updated: 23 hours ago
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -
Created: 2 months ago
A
১৯৯৫ সালে
B
১৯৯১ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৩ সালে
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
উৎস: i) OSCE.org.
ii) Britannica.

0
Updated: 2 months ago
নিচের কোনটি জৈব নিরাপকিয়েটো প্রটোকলত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
Created: 3 days ago
A
কিয়েটো প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
নাগোয়া প্রটোকল
D
বাসেল কনভেনশন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
প্রকৃতি: জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
গৃহীত: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
স্বাক্ষরকারী দেশ: ১৭৩টি
অন্য প্রাসঙ্গিক চুক্তি:
-
কিয়েটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল

0
Updated: 3 days ago
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 2 months ago
A
১৯৫০ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
মানবাধিকার চুক্তি:
-মানবাধিকার হলো যাত্রী লিঙ্গ জাতীয়তা গোষ্ঠী ভাষা ধর্ম অন্যান্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক অর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি।
- আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
- চুক্তি কার্যকর: ১৯৭৬ সালের ২৩শে।
উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এবং সমান অধিকার সততা রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত।
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 2 months ago