USMCA চুক্তির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি সঠিক?
A
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
B
সামরিক জোট সম্প্রসারণ
C
মহাকাশ গবেষণা সহযোগিতা
D
পারমাণবিক অস্ত্র বিস্তার
উত্তরের বিবরণ
USMCA হল একটি তিন দেশের মুক্ত বাণিজ্য চুক্তি যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে সুসংহত করতে তৈরি করা হয়েছে। এটি পূর্ববর্তী NAFTA চুক্তির পরিবর্তে আধুনিককরণ ও বাণিজ্যিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে।
-
পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement
-
ধরন: মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement)
-
সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২০
-
পূর্ববর্তী চুক্তি: NAFTA (North American Free Trade Agreement), যা ১৯৯৪ সালে কার্যকর হয়েছিল
-
NAFTA কার্যকর হওয়ার পর বিভিন্ন বাণিজ্যিক অসুবিধা ও সমস্যা দেখা দেয়
-
এই সমস্যা সমাধান ও চুক্তি আধুনিক করার জন্য ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়
-
২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে USMCA-এর FDI (স্টক) ছিল $৬২৩.১ বিলিয়ন
USMCA চুক্তির মূল বৈশিষ্ট্যগুলো:
-
খাদ্য ও কৃষি বাণিজ্য আধুনিকীকরণ
-
কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন
-
শ্রমিক অধিকার সংরক্ষণ
-
বুদ্ধিজীবী সম্পত্তি সুরক্ষা
0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
Created: 1 month ago
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।
0
Updated: 1 month ago
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় -
Created: 3 months ago
A
১৯৯৫ সালে
B
১৯৯১ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৩ সালে
'ডেটন শান্তিচুক্তি' স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
উৎস: i) OSCE.org.
ii) Britannica.
0
Updated: 3 months ago
মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় -
Created: 1 month ago
A
২ মার্চ, ২০২০
B
২৫ জানুয়ারি, ২০২০
C
৩০ এপ্রিল, ২০২০
D
২৯ ফেব্রুয়ারি, ২০২০
তালেবান গোষ্ঠী আফগান প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ১৯৯৪ সালে গঠিত হয়। এর মূলত পশতুভাষী যুবকদের প্রাধান্য ছিল এবং আফগানিস্তানের রাজনৈতিক দৃশ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল।
এই গোষ্ঠীর উদ্ভব ঘটে সোভিয়েত সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর উত্তর পাকিস্তানে।
তালেবান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
তালেবান শব্দের অর্থ হলো 'ছাত্র' এবং এটি পশতু ভাষা থেকে এসেছে।
-
১৯৯০-এর দশকে উত্তর পাকিস্তানে এই আন্দোলনের জন্ম ঘটে।
-
মূলত পশতুন সম্প্রদায়ের লোকেরা এতে অংশগ্রহণ করত।
-
মাদ্রাসাগুলো সাধারণত সৌদি আরবের অর্থায়নে পরিচালিত হতো এবং সেখানে কট্টর সুন্নী ইসলামিক মতাদর্শ প্রচার করা হতো।
-
প্রধান লক্ষ্য ছিল ইসলামি আইন অনুযায়ী দেশ পরিচালনা করা এবং বিদেশি প্রভাব দূর করা।
-
১৯৯৮ সালের দিকে তালেবান আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
-
সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ছিল ২০০১ সালে বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা।
-
একই বছর ১১ সেপ্টেম্বর, নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর আফগানিস্তানের তালেবান সারা বিশ্বের নজরে আসে।
যুক্তরাষ্ট্র ও তালেবানের ঐতিহাসিক চুক্তি সম্পর্কিত তথ্য:
-
আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধের পর দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের দোহায়।
-
এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে।
-
চুক্তি স্বাক্ষরের আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
0
Updated: 1 month ago