সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে সরকার বিরোধী 'জেন-জি আন্দোলন' হয়েছে?
A
ভারত
B
ভুটান
C
মিয়ানমার
D
নেপাল
উত্তরের বিবরণ
জেন-জি আন্দোলন দক্ষিণ এশিয়ার নেপালে সরকারের নীতিবিরোধী চেতনায় উদ্ভূত একটি প্রতিবাদমূলক আন্দোলন। এটি মূলত দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছিল।
-
নেপালে দুর্নীতির বিরুদ্ধে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি আন্দোলন শুরু হয়।
-
আন্দোলনের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ১৯ জন নিহত এবং ১০০ এর বেশি আহত হন।
-
১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
-
ওই প্রধানমন্ত্রী ৩ বার দায়িত্ব পালন করেছিলেন।

0
Updated: 1 day ago
নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় কত সালে?
Created: 1 month ago
A
২০০৪ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০১২ সালে
নেপাল
-
রাজতন্ত্র প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
-
২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে সংবিধান স্থগিত করে তৎকালীন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন জ্ঞানেন্দ্র।
-
এ সময় মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
-
২৮ মে, ২০০৮-এ নবনির্বাচিত গণপরিষদ নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
-
২০০৮ সালে নেপালের পার্লামেন্টে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
-
এর মাধ্যমে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয়।
তথ্যসূত্র: নিউজ রিপোর্ট

0
Updated: 1 month ago
কালাপানি অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
Created: 6 days ago
A
ভারত ও পাকিস্তান
B
ভারত ও নেপাল
C
ভারত ও চীন
D
কোনটি নয়
কালাপানি অঞ্চল নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত দ্বন্দ্ব চলছে। যদিও এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত, নেপাল তাদের মানচিত্রে এটিকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে।
-
সীমান্ত দৈর্ঘ্য: ভারত ও নেপালের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য ১,৬৯০ কিলোমিটার (১,০৫০ মাইল)।
-
বিরোধিত এলাকা: দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধের প্রধান ক্ষেত্র হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ এবং সুস্তা।
-
নতুন মানচিত্র (২০১৯): ২ নভেম্বর, ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে বিতর্কিত ভূখণ্ডগুলির মধ্যে কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখকে ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে।
-
নেপালের প্রতিক্রিয়া: মানচিত্র প্রকাশের পর নেপাল এটি নিয়ে আপত্তি জানায়।

0
Updated: 6 days ago
‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত কে করেন?
Created: 2 weeks ago
A
গ্রেটা থুনবার্গ
B
মালালা ইউসুফজাই
C
ডেভিড অ্যাটেনবরো
D
লিওনার্দো ডিক্যাপ্রিও
Fridays For Future
• এটি একটি বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলন
• সূত্রপাত করেন গ্রেটা থুনবার্গ (Greta Thunberg), সুইডেনের কিশোরী পরিবেশকর্মী
• ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে গ্রেটা স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন
• তার ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন
• আন্দোলনের ফলে এটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়
• মূল উদ্দেশ্য: সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা
• এভাবেই ‘Fridays For Future’ আন্দোলনের সূচনা হয় এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে
সূত্র: Fridays For Future ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো

0
Updated: 2 weeks ago