ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্নের কোন আদালত?
A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)
B
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
C
ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)
D
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা যা গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা তদন্ত ও বিচার করে। এটি ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে কার্যক্রম শুরু করে।
-
পূর্ণরূপ: International Criminal Court
-
বাংলা নাম: আন্তর্জাতিক অপরাধ আদালত
-
প্রতিষ্ঠার তারিখ: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধি অনুযায়ী)
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
সদস্য দেশ: ১২৪টি
-
সর্বশেষ সদস্য দেশ: আর্মেনিয়া
সম্প্রতি ICC কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে:
-
নভেম্বর, ২০২৪-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
-
ICC বলেছে, এই দুইজনকে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য দায়ী করা যেতে পারে।
-
এই দুইজনের বিরুদ্ধে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে:
-
যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার
-
হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন
-
0
Updated: 1 month ago
কোন দুটি দেশের সংঘাতের প্রেক্ষাপটে “অপারেশন রাইজিং লায়ন” পরিচালিত হয়?
Created: 1 month ago
A
ইসরায়েল ও সিরিয়া
B
ইসরায়েল ও ইরান
C
যুক্তরাষ্ট্র ও ইরান
D
ইসরায়েল ও ফিলিস্তিন
অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) হলো ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত একটি সামরিক অভিযান, যার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। এই অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।
-
অভিযান শুরুর তারিখ: ১৩ জুন, ২০২৫।
-
লক্ষ্যবস্তু: ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতা।
-
ব্যবহৃত সামরিক শক্তি: ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) জানিয়েছে, এই অভিযানে ২০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়।
-
টার্গেট: আইআরজিসি (IRGC) ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের ওপর হামলা চালানো হয়।
-
যুদ্ধবিরতি: ২৪ জুন, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
এই অভিযানের জবাবে ইরান “ট্রু প্রমিজ ৩” নামে পাল্টা অভিযান চালায়, যেখানে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।
-
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে “অপারেশন মিডনাইট হ্যামার” পরিচালনার মাধ্যমে এই সংঘাতে প্রত্যক্ষভাবে যুক্ত হয়।
0
Updated: 1 month ago
৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬৫ সালে
B
১৯৬৬ সালে
C
১৯৬৭ সালে
D
১৯৬৮ সালে
আরব-ইসরাইল যুদ্ধের ইতিহাস জটিল এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। মোট ৪টি প্রধান আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়েছে, যা নিম্নরূপ:
-
১ম আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৮): এই যুদ্ধ ইসরায়েল ও বিভিন্ন আরব রাষ্ট্র এবং ফিলিস্তিনি আরব বাহিনীর সম্মিলিত সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হয়। আরবিতে এটি নাকবা (বিপর্যয়) নামে পরিচিত, আর হিব্রুতে বলা হয় মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ)। এটি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয়।
-
২য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৫৬): সংঘটিত হয় ১৯৫৬ সালে, যা মূলত সুয়েজ নদের নিয়ন্ত্রণ ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে উদ্ভূত।
-
৩য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭): এটি ১৯৬৭ সালে সংঘটিত হয় এবং মাত্র ৬ দিন স্থায়ী ছিল। যুদ্ধের ফলশ্রুতিতে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং অঞ্চলটির ভূ-রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে।
-
৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ (১৯৭৩): Yom Kippur War নামে পরিচিত। ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় আরব জোট ইসরায়েল-অধিকৃত অঞ্চলে হঠাৎ হামলা চালায়। মিশরীয় ও সিরিয়ান সেনারা যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তখন তাদের মিত্রদের সহায়তা করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৈশ্বিক উত্তেজনা সৃষ্টি করে।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
Created: 3 days ago
A
২ বৎসর
B
৩ বৎসর
C
৬ বৎসর
D
৯ বৎসর
আন্তর্জাতিক আদালত (International Court of Justice - ICJ) হলো জাতিসংঘের (UN)
প্রধান বিচারিক অঙ্গ, যা
রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে ও আইনগত মতামত প্রদান করে। আদালতটি
প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে জাতিসংঘ সনদের মাধ্যমে এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালে।
এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ (The
Hague) শহরে অবস্থিত। ICJ-এর
মোট ১৫ জন বিচারপতি থাকে, যাদের মেয়াদ ৯ বছর,
তবে তারা আংশিকভাবে পর্যায়ক্রমে
নির্বাচিত হন। এর মধ্যে বিচারপতিরা নিজেদের মধ্য থেকে ১ জন সভাপতি (President) এবং
১ জন সহ-সভাপতি (Vice-President) নির্বাচন করেন, এবং সভাপতির মেয়াদ ৩ বছর। মেয়াদ শেষে পুনর্নির্বাচনের
সুযোগও থাকে।
0
Updated: 3 days ago