মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
A
১৯৫০ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৬৫ সালে
D
১৯৬৬ সালে
উত্তরের বিবরণ
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৬ সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
মানবাধিকার চুক্তি:
-মানবাধিকার হলো যাত্রী লিঙ্গ জাতীয়তা গোষ্ঠী ভাষা ধর্ম অন্যান্য কোন অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার।
- বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য অর্থাৎ বিশ্বের প্রতিটি পেশার এবং প্রতিটি মানুষ যেন সমান অধিকার পায় সেই লক্ষ্যে ১৯৬৬ সালে দুইটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক অর্থ সামাজিক সাংস্কৃতিক অধিকার চুক্তি।
- আন্তর্জাতিক চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
- চুক্তি কার্যকর: ১৯৭৬ সালের ২৩শে।
উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এবং সমান অধিকার সততা রক্ষায় একটি চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় যা মানবাধিকার চুক্তি নামে পরিচিত।
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
দক্ষিণ এশীয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে?
Created: 2 months ago
A
১৯৭৬ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯৪ সালে
দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক অগ্রযাত্রায় SAPTA ও SAFTA
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার প্রসারে দুটি গুরুত্বপূর্ণ চুক্তির নাম হলো SAPTA এবং SAFTA। এই দুটি উদ্যোগ SAARC সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলেছে।
SAPTA বা "সার্ক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি" গৃহীত হয় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সমতা, সহযোগিতা এবং অগ্রাধিকারমূলক সুবিধা বিনিময়ের লক্ষ্যে।
-
চুক্তিটির নীতিগত সম্মতি আসে কলম্বোতে অনুষ্ঠিত ষষ্ঠ সার্ক সম্মেলনে।
-
আনুষ্ঠানিকভাবে এপ্রিল ১৯৯৩ সালে ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
-
পরবর্তীতে ১৯৯৫ সালে SAPTA কার্যকর হয়, যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা করে।
SAFTA বা "সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া" হলো একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি যা SAPTA-র ভিত্তির ওপর দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য গড়ে তোলার উদ্দেশ্যে প্রণীত।
-
এই চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি ২০০৪, ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে।
-
SAFTA কার্যকর হয় ১ জানুয়ারি ২০০৬।
-
এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো:
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা – মোট ৮টি রাষ্ট্র।
এই চুক্তিগুলো দক্ষিণ এশিয়ায় আন্তঃদেশীয় বাণিজ্য জোরদার করে অর্থনৈতিক উন্নয়নের একটি বৃহৎ ভিত্তি তৈরি করেছে।
উৎস: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
Created: 3 weeks ago
A
জুন ২০০১
B
জুন ২০০০
C
জুন ২০০২
D
জুন ২০০৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ABM চুক্তি থেকে প্রত্যাহার
যুক্তরাষ্ট্র জুন ২০০২ সালে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে।
ABM Treaty (Anti-Ballistic Missile Treaty) সংক্রান্ত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty।
-
ধরন: ক্ষেপণাস্ত্র সীমিতকরণের দ্বিপাক্ষিক চুক্তি।
-
সংশ্লিষ্ট দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন।
-
বিকল্প নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems।
-
চুক্তি স্বাক্ষর: ২৬ মে, ১৯৭২, মস্কো, রাশিয়া।
-
চুক্তি কার্যকর: ৩ অক্টোবর, ১৯৭২।
-
মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
-
চুক্তি বাতিলের তারিখ: ১৩ জুন, ২০০২।
সংক্ষিপ্ত বিবরণ:
-
১৩ ডিসেম্বর, ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়।
-
ছয় মাস পরে, জুন ২০০২-এ এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং চুক্তি বাতিল ঘোষণা করা হয়।
উৎস: Arms Control Association ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
সম্প্রতি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ নামে চুক্তি স্বাক্ষর করেছে কোন দুটি দেশ?
Created: 2 days ago
A
যুক্তরাষ্ট্র, মেক্সিকো
B
যুক্তরাজ্য, ফ্রান্স
C
স্পেন, মরক্কো
D
ইতালি, গ্রিস
ফ্রান্স-যুক্তরাজ্যের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি
-
লক্ষ্য: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ।
-
চুক্তি অনুযায়ী ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করা প্রত্যেক অনিয়মিত অভিবাসীকে যুক্তরাজ্য আটক করে ফেরত পাঠাবে।
-
বিনিময়ে, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমান সংখ্যক অভিবাসীকে ফ্রান্স থেকে নিয়মিত পথে যুক্তরাজ্যে আসার সুযোগ দেওয়া হবে।

0
Updated: 2 days ago