পামটপ বলতে কী বোঝায়?
A
কম্পিউটার ভাইরাস
B
স্মার্টফোন
C
ছোট কম্পিউটার
D
প্রিন্টার
উত্তরের বিবরণ
পামটপ হলো ছোট আকারের এমন এক ধরনের কম্পিউটার যা সহজে হাতে ধরা যায় এবং বহন করা যায়। এটি ডেস্কটপ কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম হলেও আকারে অনেক ছোট ও ব্যবহারবান্ধব। সাধারণত এতে ছোট পর্দা, কীপ্যাড বা টাচস্ক্রিন থাকে এবং ব্যক্তিগত কাজের জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়। ইমেল চেক করা, নোট নেওয়া, ক্যালেন্ডার ব্যবস্থাপনা কিংবা ছোট অফিসের কাজ সম্পাদনের জন্য এটি ব্যবহৃত হয়। পামটপকে অনেক সময় পকেট কম্পিউটারও বলা হয়। আকারের দিক থেকে এটি স্মার্টফোনের চেয়ে কিছুটা বড় এবং সাধারণ কম্পিউটারের তুলনায় ছোট, ফলে ব্যবহারকারী এটি সহজেই বহন করতে পারে।
0
Updated: 1 month ago
কোনটি ডেক্সটপ কম্পিউটারের ভিতর থাকে না?
Created: 1 week ago
A
CPU
B
RAM
C
D
Printer
সঠিক উত্তর: ঘ) Printer
ডেস্কটপ কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত CPU, RAM, এবং ROM থাকে, কারণ এগুলো কম্পিউটারের মূল হার্ডওয়্যার অংশ। কিন্তু Printer হলো একটি বাহ্যিক যন্ত্র যা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে তথ্য প্রিন্ট করার জন্য।
-
CPU (Central Processing Unit): কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং সমস্ত প্রক্রিয়াকরণ সম্পন্ন করে।
-
RAM (Random Access Memory): এটি অস্থায়ী মেমরি, যেখানে কম্পিউটার কাজ করার সময় তথ্য সংরক্ষণ করে।
-
ROM (Read Only Memory): এটি স্থায়ী মেমরি, যেখানে কম্পিউটারের প্রাথমিক নির্দেশাবলি (firmware) সংরক্ষিত থাকে।
-
Printer: এটি একটি আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের বাইরে থাকে এবং স্ক্রিনে প্রদর্শিত তথ্যকে কাগজে মুদ্রণ করে।
অতএব, Printer ডেস্কটপ কম্পিউটারের ভিতরে নয়, বরং বাইরে সংযুক্ত থাকে।
0
Updated: 1 week ago
কোনটি সহায়ক মেমোরি নয়?
Created: 2 months ago
A
ফ্লপি ডিস্ক
B
হার্ড ডিস্ক
C
সিডি
D
রম
কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার:
-
প্রধান স্মৃতি (Main Memory / Primary Memory)
-
সহায়ক স্মৃতি (Auxiliary Memory / Secondary Memory)
১. প্রধান স্মৃতি (Main Memory)
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই অভ্যন্তরীণ স্মৃতি বলেও পরিচিত।
-
প্রক্রিয়াকরণের জন্য তথ্যসমূহ এখানে রাখা হয়।
-
যতক্ষণ প্রক্রিয়াকরণ চলছে, তথ্যগুলো এখানে অবস্থান করে।
-
প্রতিটি স্থান চিহ্নিত থাকে ঠিকানা (Address) দ্বারা।
-
প্রধান স্মৃতির ধরনসমূহ:
-
চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
-
চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
-
অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory): RAM, ROM
-
পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
-
চার্জ কাপল স্মৃতি (Charge Coupled Memory)
-
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
-
প্রধান স্মৃতিতে থাকা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
ধারণক্ষমতা প্রধান স্মৃতির তুলনায় বহুগুণ বেশি।
-
স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যায় না।
-
উদাহরণ:
-
ফ্লপি ডিস্ক (Floppy Disc)
-
হার্ড ডিস্ক (Hard Disc)
-
সিডি (CD-Compact Disc)
-
চৌম্বক ফিতা (Magnetic Tape / Disc)
-
চৌম্বক ড্রাম (Magnetic Drum)
-
0
Updated: 2 months ago
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে কী বলে?
Created: 2 months ago
A
এক্সিকিউশন
B
রানিং
C
ডকুমেন্টেশন
D
ট্রান্সলেশন
প্রোগ্রাম ডকুমেন্টেশন (Programme Documentation)
সংজ্ঞা:
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে ডকুমেন্টেশন বলা হয়।
মূল তথ্য:
-
ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Programme বলা হয়।
-
ভবিষ্যতের ব্যবহার এবং রক্ষণের জন্য প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়।
-
আধুনিকীকরণের জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন।
-
পেপার, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
Complete প্রোগ্রাম ডকুমেন্টেশনের বিষয়সমূহ:
-
প্রোগ্রামের বর্ণনা
-
প্রোগ্রামের ফ্লোচার্ট
-
কোডিং
-
প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে করণীয় কাজের তালিকা
-
পরীক্ষণ ও ফলাফল
0
Updated: 2 months ago