পামটপ বলতে কী বোঝায়?
A
কম্পিউটার ভাইরাস
B
স্মার্টফোন
C
ছোট কম্পিউটার
D
প্রিন্টার
উত্তরের বিবরণ
পামটপ হলো ছোট আকারের এমন এক ধরনের কম্পিউটার যা সহজে হাতে ধরা যায় এবং বহন করা যায়। এটি ডেস্কটপ কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম হলেও আকারে অনেক ছোট ও ব্যবহারবান্ধব। সাধারণত এতে ছোট পর্দা, কীপ্যাড বা টাচস্ক্রিন থাকে এবং ব্যক্তিগত কাজের জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়। ইমেল চেক করা, নোট নেওয়া, ক্যালেন্ডার ব্যবস্থাপনা কিংবা ছোট অফিসের কাজ সম্পাদনের জন্য এটি ব্যবহৃত হয়। পামটপকে অনেক সময় পকেট কম্পিউটারও বলা হয়। আকারের দিক থেকে এটি স্মার্টফোনের চেয়ে কিছুটা বড় এবং সাধারণ কম্পিউটারের তুলনায় ছোট, ফলে ব্যবহারকারী এটি সহজেই বহন করতে পারে।

0
Updated: 1 day ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
Created: 3 weeks ago
A
EDSAC
B
ENIAC
C
Mark-I
D
UNIVAC
সারসংক্ষেপ: UNIVAC হলো প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার (১৯৫১, মার্কিন যুক্তরাষ্ট্র) যা ব্যবসা ও সরকারি হিসাবনিকাশের জন্য ব্যবহৃত হত। ENIAC, Mark-I বা EDSAC এর আগে গবেষণা বা সামরিক কাজে ব্যবহৃত হলেও বাণিজ্যিক উৎপাদন হয়নি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago
CPU এর কোথায় সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে?
Created: 1 month ago
A
হার্ড ডিস্কে
B
রেজিস্টারে
C
ক্যাশ মেমোরিতে
D
ইউএসবি ড্রাইভে
CPU বা প্রসেসরের সংক্ষিপ্ত তথ্য
সংজ্ঞা:
CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ ইউনিট। CPU এর রেজিস্টারে সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে।
CPU-এর প্রধান তিনটি অংশ:
-
নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)
-
রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
কম্পিউটারে সম্পাদিত সকল কাজের নিয়ন্ত্রণ করে।
-
CPU, মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অন্য অংশকে আদেশ দেয়।
-
বাইনারি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit – ALU)
-
এই অংশে গাণিতিক ও যুক্তিগত অপারেশন সম্পাদিত হয় যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এতে একটি প্রোগ্রাম কাউন্টার থাকে, যা পূর্ববর্তী ইনস্ট্রাকশনের ঠিকানা সংরক্ষণ করে।
-
কোন ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে তা ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।
৩. রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
-
CPU-এর অংশ যা দ্রুত লিখন ও পঠন সম্ভব।
-
গাণিতিক যুক্তি অংশে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করে।
-
কোনো কাজ সম্পাদনের সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

0
Updated: 1 month ago