সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো পূর্ণ পারমাণবিক 'ট্রায়াড' বা ত্রিমুখী অস্ত্রশক্তি প্রদর্শন করেছে?
A
রাশিয়া
B
উত্তর কোরিয়া
C
যুক্তরাষ্ট্র
D
চীন
উত্তরের বিবরণ
সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে চীন তাদের সর্বাধুনিক অস্ত্রশক্তি প্রকাশ করেছে, যেখানে প্রথমবারের মতো সম্পূর্ণ পারমাণবিক ট্রায়াড সক্ষমতা তুলে ধরা হয়। এই ত্রিমুখী শক্তি স্থল, সমুদ্র এবং আকাশ—তিন ক্ষেত্র থেকেই একযোগে হামলা চালানোর সামর্থ্য রাখে।
-
পারমাণবিক ট্রায়াড: স্থল, সমুদ্র ও আকাশ থেকে একসাথে আঘাত হানতে সক্ষম।
-
আধুনিকায়নকৃত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C: প্রায় ২০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষমতা।
-
দীর্ঘপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র DF-61: আরও উন্নত নকশা ও বাড়তি নির্ভুলতা।
-
যুদ্ধজাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১৭’: অতিরিক্ত উচ্চ গতিতে আঘাত হানতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সহায়ক।
-
লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা LY-1: শত্রুপক্ষের ড্রোন বা বিমান লক্ষ্য করে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।
-
উন্নত HSU-100 সামুদ্রিক ড্রোনের নতুন সংস্করণ: সমুদ্রপথে দীর্ঘমেয়াদি নজরদারি ও আক্রমণ সক্ষমতা বাড়িয়েছে।

0
Updated: 1 day ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 day ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে

0
Updated: 1 day ago