জাতিসংঘের কোন সংস্থা একাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
A
UNICEF
B
IAEA
C
ILO
D
UNHCR
উত্তরের বিবরণ
জাতিসংঘ এবং এর অঙ্গসংস্থা ও জড়িত ব্যক্তিরা মোট ১২ বার নোবেল পুরস্কার লাভ করেছে। এর মধ্যে জাতিসংঘের মহাসচিবদের মধ্যে দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১) নোবেল পুরস্কার অর্জন করেছেন।
• জাতিসংঘের সাথে যুক্ত অঙ্গসংস্থা ও তাদের নোবেল পুরস্কার:
-
UNHCR: একমাত্র, ১৯৫৪ ও ১৯৮১ সালে মোট ২ বার শান্তিতে নোবেল পুরস্কার
-
UNICEF: ১৯৬৫
-
ILO: ১৯৬৯
-
UN Peacekeeping Forces: ১৯৮৮
-
IAEA: ২০০৫
-
IPCC: ২০০৭
-
OPCW: ২০১৩
-
WFP: ২০২০

0
Updated: 1 day ago
United Nations High Commissioner for Refugees কতবার শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে?
Created: 2 weeks ago
A
১ বার
B
২ বার
C
৩ বার
D
কোনটি নয়
UNHCR (United Nations High Commissioner for Refugees)
• প্রতিষ্ঠা: ১৪ ডিসেম্বর, ১৯৫০
• উদ্দেশ্য: শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদান
• প্রধান: হাইকমিশনার
• সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সহায়তার জন্য গঠিত
• নোবেল শান্তি পুরস্কার: ২ বার – ১৯৫৪ ও ১৯৮১ সালে
সূত্র: UNHCR ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
UNHCR কোন ধরনের জনগোষ্ঠী নিয়ে কাজ করে?
Created: 2 weeks ago
A
শিশু
B
নারী
C
শরণার্থী
D
শ্রমিক
UNHCR (United Nations High Commissioner for Refugees)
• পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees
• প্রতিষ্ঠার সাল: ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর
• প্রতিষ্ঠার উদ্দেশ্য: বাস্তুচ্যুত সম্প্রদায় ও রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদান
• প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় শরণার্থীদের সেবা করার জন্য গঠিত
• মূল কার্যক্রম: শরণার্থী, বাস্তুচ্যুত ও উদ্বাস্তু জনগোষ্ঠীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা
• প্রধানের পদবী: হাইকমিশনার (High Commissioner)
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
সূত্র: UNHCR ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago