জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
A
৫২টি
B
৫১টি
C
৫০টি
D
৪৯টি
উত্তরের বিবরণ
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাধীন দেশসমূহকে একত্রিত করে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে। এটি ১ জানুয়ারি ১৯৪২ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়। সদর দফতর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এর স্থপতি ছিলেন ডব্লিউ. হ্যারিসন।
• জাতিসংঘ বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• ইউরোপীয় কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
• প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৫১টি।
গঠন সংক্রান্ত তথ্য:
• সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।
• আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১।
• জাতিসংঘ দিবস পালিত হয়: ২৪ অক্টোবর।

0
Updated: 1 day ago
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Created: 3 months ago
A
১৯৭৮-৭৯
B
১৯৭৯-৮০
C
১৯৮০-৮১
D
১৯৮১-৮২
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা
-
সাধারণ পরিষদ (The General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (The Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (The Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (The International Court of Justice)
-
অছি পরিষদ (The Trusteeship Council)
-
সচিবালয় (The Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
নিরাপত্তা পরিষদ ১৫টি সদস্য দেশ নিয়ে গঠিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পাঁচটি পরাশক্তি এ পরিষদের স্থায়ী সদস্য।
-
এই স্থায়ী সদস্যরা হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচটি দেশ সম্মিলিতভাবে পি-৫ (P-5) নামে পরিচিত।
-
নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদ সুপারিশ প্রদান করে।
-
মহাসচিব নিয়োগ পায় নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
সংক্ষিপ্ত ইতিহাস ও সদস্য সংখ্যা প্রসঙ্গ
-
১৯৬৩ সালে জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১১ থেকে বৃদ্ধি করে ১৫-তে উন্নীত করা হয়, যা কার্যকর হয় ১৯৬৫ সাল থেকে।
-
অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের মেয়াদে।
বর্তমানে (২০২৫ পর্যন্ত) নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র হলো
-
২০২৪ মেয়াদের জন্য: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫ মেয়াদের জন্য: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
বাংলাদেশ ও নিরাপত্তা পরিষদ
-
বাংলাদেশ দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
-
প্রথমবার: ১৯৭৯-১৯৮০ সালে, জাপানকে পরাজিত করে।
-
দ্বিতীয়বার: ২০০০-২০০১ সালে।
-
-
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ১৯৭৯-৮০ মেয়াদে বাংলাদেশের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: UN Security Council ওয়েবসাইট

0
Updated: 3 months ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 2 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা রয়েছে?
Created: 1 week ago
A
২৮টি
B
৩০টি
C
২৬টি
D
৩৫টি
International Bill of Human Rights হলো জাতিসংঘের গৃহীত একটি গুরুত্বপূর্ণ নথি, যা মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে। এটি মূলত একটি ঘোষণা ও দুটি আন্তর্জাতিক চুক্তির সমন্বয়ে গঠিত।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত।
-
International Bill of Human Rights গঠিত হয়েছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) এবং দুটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা।
-
মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (UDHR) গৃহীত হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশন ১৯৪৬ সালে খসড়া প্রণয়ন শুরু করে।
-
১০ ডিসেম্বর ১৯৪৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি গৃহীত হয়।
-
এতে মোট ৩০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
-
প্রথম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ১৯৬৮ সালে ইরানের তেহরান শহরে অনুষ্ঠিত হয়, যা ঘোষণার ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।
-
দ্বিতীয় বৈশ্বিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
উৎস:

0
Updated: 1 week ago