A
১৯২৭ সালের ১২ আগস্ট
B
১৯২৮ সালের ২৭ আগস্ট
C
১৯২৮ সালের ৩ নভেম্বর
D
১৯২৯ সালের ৫ জানুয়ারি
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক সম্পর্ক ও শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ: প্যারিস চুক্তি (Kellogg-Briand Pact)
বিশ্বযুদ্ধের বিভীষিকা বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিক রাজনীতিতে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নতুন করে অনুভব করায়।
এই পটভূমিতে ১৯২৮ সালের ২৭ আগস্ট এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে 'প্যারিস প্যাক্ট' বা 'কেলগ-ব্রিয়াঁ চুক্তি' (Kellogg-Briand Pact) নামে পরিচিত।
এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রসমূহের মধ্যে যেকোনো ধরনের দ্বন্দ্ব নিষ্পত্তিতে শক্তি বা যুদ্ধের পথ পরিহার করে শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানানো। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক বি. কেলগ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যারিস্টিড ব্রিয়াঁ-র যৌথ উদ্যোগে এই চুক্তির খসড়া প্রণয়ন করা হয়।
এই চুক্তি আন্তর্জাতিক শান্তি রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল, যদিও তা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে পারেনি। তবুও এটি ইতিহাসে যুদ্ধবিরোধী প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।
তথ্যসূত্র: History.com

0
Updated: 2 weeks ago