আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়-
A
১৯২৭ সালের ১২ আগস্ট
B
১৯২৮ সালের ২৭ আগস্ট
C
১৯২৮ সালের ৩ নভেম্বর
D
১৯২৯ সালের ৫ জানুয়ারি
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক সম্পর্ক ও শক্তি প্রয়োগ নিষিদ্ধকরণ: প্যারিস চুক্তি (Kellogg-Briand Pact)
বিশ্বযুদ্ধের বিভীষিকা বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিক রাজনীতিতে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নতুন করে অনুভব করায়।
এই পটভূমিতে ১৯২৮ সালের ২৭ আগস্ট এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে 'প্যারিস প্যাক্ট' বা 'কেলগ-ব্রিয়াঁ চুক্তি' (Kellogg-Briand Pact) নামে পরিচিত।
এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রসমূহের মধ্যে যেকোনো ধরনের দ্বন্দ্ব নিষ্পত্তিতে শক্তি বা যুদ্ধের পথ পরিহার করে শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানানো। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক বি. কেলগ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যারিস্টিড ব্রিয়াঁ-র যৌথ উদ্যোগে এই চুক্তির খসড়া প্রণয়ন করা হয়।
এই চুক্তি আন্তর্জাতিক শান্তি রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল, যদিও তা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে পারেনি। তবুও এটি ইতিহাসে যুদ্ধবিরোধী প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।
তথ্যসূত্র: History.com

0
Updated: 1 month ago
প্যারিস চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে?
Created: 2 weeks ago
A
২৫%
B
৩৫%
C
৪৩%
D
৫০%
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
প্যারিস শান্তি চুক্তি
সাম্রাজ্যের পতন
প্যারিস জলবায়ু চুক্তি (Paris Climate Agreement)
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ২০১৫ (COP-21 সম্মেলন)
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স
-
কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৫টি দেশ
মূল উদ্দেশ্য
-
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা।
-
২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ৪৩% হ্রাস করা।
-
২০৫০–২১০০ সালের মধ্যে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস প্রাকৃতিকভাবে গাছ, মাটি ও সমুদ্র যতটা শোষণ করতে পারে, সেই পর্যায়ে নামিয়ে আনা।
-
প্রতি ৫ বছর অন্তর প্রত্যেক দেশের অবদান (Nationally Determined Contributions – NDCs) পর্যালোচনা করা।
-
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে গরিব দেশগুলোকে সহায়তা করার জন্য ধনী দেশগুলোর জলবায়ু তহবিল গঠন।
জলবায়ু তহবিল
-
উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
-
এই অর্থ উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন (adaptation) ও প্রশমন (mitigation) কার্যক্রমে ব্যয় হওয়ার কথা।
-
COP-29 (নভেম্বর, ২০২৪)-এ এই প্রতিশ্রুতি বাড়ানো হয়:
-
২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
লক্ষ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করা।
-
উৎস:
i) UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ওয়েবসাইট
ii) UNTC (United Nations Treaty Collection) ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
Which treaty ended the conflict between Vietnam and the United States?
Created: 2 days ago
A
Berlin Peace Treaty
B
Washington Treaty
C
Paris Peace Treaty
D
Tokyo Peace Treaty
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords):
-
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে।
-
এই চুক্তি ২৭ জানুয়ারি ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
-
এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্পাদিত একটি ঐতিহাসিক সমঝোতা।
-
এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে তাদের সেনা প্রত্যাহারে সম্মত হয় এবং উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়।
-
যদিও এই চুক্তি যুদ্ধের অবসান ঘটায়, ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে নিজেদের সঙ্গে একীভূত করে।

0
Updated: 2 days ago
২০১৫ সালের প্যারিস চুক্তিতে কোন বিষয়টি প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে?
Created: 3 days ago
A
সিএফসি (CFC) গ্যাস নির্গমন হ্রাস
B
জীব বৈচিত্র্য রক্ষা
C
গ্লোবাল হিট নিয়ন্ত্রণ
D
ওজোন স্তর ক্ষয় প্রতিরোধ
COP-21 সম্মেলন ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়, যেখানে ১৯৫টি দেশ অংশ নিয়ে ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর করে। এ সম্মেলন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের নতুন দিগন্ত উন্মোচন করে।
-
আয়োজিত সময়: ৩০ নভেম্বর – ১১ ডিসেম্বর, ২০১৫
-
আয়োজনের স্থান: প্যারিস, ফ্রান্স
-
অংশগ্রহণকারী পক্ষ: ১৯৫টি দেশ
-
ফলাফল: প্যারিস জলবায়ু চুক্তি, ২০১৫
-
চুক্তি কার্যকর হওয়ার তারিখ: ৪ নভেম্বর, ২০১৬
-
প্রধান লক্ষ্য:
-
এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-বিপ্লবের পূর্ববর্তী সময়ের তুলনায় ২° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা
-
সম্ভব হলে তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫° সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা করা
-

0
Updated: 3 days ago