Choose the correct sentence.
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool.
D
The man which said that was a fool.
উত্তরের বিবরণ
• The correct sentence is - The man who said that was a fool.
• Rules of the sentence:
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
example:
- The man who said that was a fool.
- The man who stole my bag was tall.
0
Updated: 5 months ago
Data bases sit on computer disks, humming away implies.
Created: 3 months ago
A
Data bases are singing instrumant
B
Data bases are useless and static
C
Data bases make soft-sound but are working away.
D
Data bases are things of the past.
The correct answer is - option গ) Data bases make soft-sound but are working away.
• Humming away refers to continuous humming but we must know that data bases are not musical instrument as per the passage.
- Humming away অর্থ হলো - অনবরত গুণগুণ করে কাজ করে চলে।
• Options আলোচনা,
ক) - তে বলা হচ্ছে Data base হলো গানের যন্ত্র,
খ) তে বলা হচ্ছে এটি ব্যবহার অযোগ্য এবং স্থবির ।
গ) তে বলা হয়েছে এটি মৃদু আওয়াজ সৃষ্টি করে, কাজ করে চলে, যা মূল বাক্যের অর্থের সাথে সংগতিপূর্ণ ।
ঘ) তে বলা হচ্ছে এটি অতীতের বিষয়।
- So, the sentence from the passage "Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where" tells us the telescope continuously work and make soft sounds.
• সুতরাং, Options বিশ্লেষণ করলে দেখা যায় যে, Option (গ) সঠিক।
0
Updated: 3 months ago
Choose the correct sentence from the options below:
Created: 1 month ago
A
He left the station before the train arrived.
B
He had left the station before the train had arrived.
C
He had left the station before the train arrived.
D
He had left the station before the train arrive.
প্রশ্নটি Before যুক্ত বাক্যের গঠনের উপর ভিত্তি করে করা হয়েছে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
"Before" conjunction যুক্ত বাক্যে before এর পূর্বে past perfect tense এবং before এর পরে past indefinite tense ব্যবহার করা হয়।
সঠিক বাক্য:
-
He had left the station before the train arrived।
-
এখানে before এর পূর্বে past perfect tense এবং পরে past indefinite tense ব্যবহার হওয়ায় বাক্যটি সঠিক।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He left the station before the train arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past indefinite tense ব্যবহার হয়েছে।
-
-
খ) He had left the station before the train had arrived।
-
ভুল। কারণ এখানে before এর আগে ও পরে উভয়ই past perfect tense ব্যবহার হয়েছে।
-
-
ঘ) He had left the station before the train arrive।
-
ভুল। কারণ before এর পরে present tense ব্যবহার হয়েছে।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The manager, along with his assistants, are attending the meeting.
B
The manager, along with his assistants, is attending the meeting.
C
The manager along with assistants are attending the meeting.
D
The manager and his assistants is attending the meeting.
সঠিক উত্তর হলো খ) The manager, along with his assistants, is attending the meeting। যখন "along with", "together with", "as well as" ইত্যাদি phrase ব্যবহৃত হয়, তখন verb মূল subject অনুযায়ী নির্ধারিত হয়। এখানে "The manager" হলো মূল subject, যা singular। "along with his assistants" কেবল অতিরিক্ত তথ্য; এটি verb-এর উপর প্রভাব ফেলে না। তাই verb হবে is।
-
ক) The manager, along with his assistants, are attending the meeting
-
ভুল, কারণ "manager" singular subject হলেও are ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The manager along with assistants are attending the meeting
-
ভুল, একই কারণে are ব্যবহার করা ভুল, এবং "assistants" এর আগে his না থাকায় স্পষ্টতা কমেছে।
-
-
ঘ) The manager and his assistants is attending the meeting
-
ভুল, কারণ "manager and his assistants" একটি plural subject; তাই is নয়, are হওয়া উচিত।
-
0
Updated: 1 month ago