A
চাঁদ
B
সূর্য
C
নক্ষত্র
D
গগন
উত্তরের বিবরণ
• তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
যেমন:
- হাত, পা, মাথা, কান ইত্যাদি।
• চাঁদ শব্দের উৎপত্তি: {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র > (পালি)চন্দ; (প্রাকৃত) চংদ > চাঁদ}। সুতরাং চাঁদ তদ্ভব শব্দ।
অন্যদিকে,
সূর্য, নক্ষত্র, গগন- শব্দগুলো তৎসম শব্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

0
Updated: 2 months ago